জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাত্ই বেশ কিছু ওজন ঝরিয়েছেন অপু বিশ্বাস। তবে বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা যায়না এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে, সিনেমা নিয়ে বড় রকমের পরিকল্পনার কথা জানালেন অপু। কথা কথায় উঠে আসে শাকিব খান প্রসঙ্গও। সেখানেই শাহরুখের সঙ্গে শাকিবের তুলনা করেন অপু।
আরও পড়ুন- Lagnajita Chakraborty: ‘মা কালী তো নারীই, অথচ পিরিয়ডস হওয়ায় পুজোয় থাকতেই দিল না…’
অপু বিশ্বাস বলেন, ‘বড় একটা কাজের পরিকল্পনা আছে। জানিনা সেটা কতটুকু সফল হবে। এটা এখনই শেয়ার করতে চাই না। পরে দেখা গেল কাজটাই হলো না। এদিকে আমি অনেকটাই আনলাকি।’
ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়ে কাজ করছি। এখন শো-রুম উদ্বোধন একদম কমিয়ে দিয়েছি। সামনে একটা বড় প্ল্যান আছে। আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কাজ করতে হলে নিজেকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ করা দরকার। দর্শকরা আমাদেরকে যতটা কম কাছাকাছি পাবে তত বেশি সিনেমাহলে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে। যেটা অপ্রিয় সত্য হলেও শাকিব খানের ক্ষেত্রে বারবার ঘটে আসছে।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। সিনেমাটির ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি। আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।’
ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’
আরও পড়ুন- Udit Narayan Kissing Controversy: ‘উদিত কি পাপ্পি! কোনও অনুশোচনা নেই, বরং বেশি বিখ্যাত হয়ে উঠেছি’…
পাশাপাশি তিনি জানান তিনি বরাবরই বলিউড কিং শাহরুখ খানের অনেক বড় ভক্ত। তিনি বলেন, “গৌরি হিন্দু, শাহরুখ খান মুসলিম। তাদের ছোট ছেলের নাম আব্রাম। আমার ছেলের নামও আব্রাম খান জয়।” অর্থাৎ, অপু বিশ্বাস হিন্দু, শাকিব খান মুসলিম। আবার তাদের ছেলের নামও শাহরুখ খানের ছেলের নামের সাথে মিল। নিজের পরিবারের সঙ্গে শাহরুখ খানের পরিবারের মিল পান তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)