Prabhat Roy: ৮১-তে পরিচালনায় ফিরছেন প্রভাত রায়, ‘লাঠি ২’ করার আর্জি ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে বয়সে লোকে বিশ্রাম নেওয়াই একমাত্র পছন্দ করেন, সেই বয়সে শ্যুটিং সেটে ফিরছেন প্রখ্যাত পরিচালক প্রভাত পায়। আরও একবার তিনি বুঝিয়ে দিলেন বয়স কেবলই একটা সংখ্য়া মাত্র। গত ৭ মার্চ ছিল তাঁর জন্মদিন আর সোমবার ছিল তাঁর বার্থডে পার্টিতে। সেখানেই ঘোষণা পরিচালকের। 

আরও পড়ুন- Govinda Got Death Threat: ‘বাড়ির বাইরে বন্দুক হাতে লোক ঘুরত, মেরেই ফেলত…’, বলিউডে ষড়যন্ত্রের শিকার ‘বহিরাগত’ গোবিন্দা!

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘বলাই’অবলম্বনে তৈরি হবে শর্টফিল্ম ‘বলাই’। সেই ছবির প্রযোজনা করবে প্রভাত রায়ের প্রযোজনা সংস্থা। পরিচালনা করবেন তিনি নিজেই। ছবির চিত্রনাট্য, সংলাপ ও সহযোগী পরিচালনার দায়িত্বে প্রভাত রায়ের কন্যা একতা ভট্টাচার্য। ছবির সংগীত পরিচালনা করবেন কবীর সুমন। প্রভাত রায়ের সেদিন চৈত্র মাস ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন সুমন। এবার ফের সেই জুটি ফিরবে। এদিন প্রকাশ্যে এল ছবির টিজার। তবে কাকে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে? সে পরিকল্পনা এখনও হয়নি। গরম কমলে শুরু হবে শ্যুটিং। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এদিন প্রভাত রায়ের জন্মদিনে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা। তাঁর মধ্যে অন্যতম ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাঁদের দু’জনের বন্ধুত্বের কথা সকলেরই জানা। এদিন বন্ধুর জন্মদিনে একই সঙ্গে কেক কাটলেন তাঁরা। বন্ধুর কাছে আবদারও জুড়লেন অভিনেতা। প্রভাত রায়ের জনপ্রিয় ছবি ‘লাঠি’। সেই ছবি আজও দর্শকের মনে গেঁথে আছে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে বিশেষ বাংলা ছবি করেন না তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল রক্তবীজ ছবিতে। এবার প্রভাত রায়কে লাঠি ২ বানানোর আর্জি করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- Shah Rukh-Salman Death Prediction: মারণ রোগে আক্রান্ত সলমান! ৬৭তেই প্রাণ হারাবেন শাহরুখ, জ্যোতিষীর গণনায় তুলকালাম নেটপাড়ায়…

এদিন প্রভাত রায়কে জন্মদিনের ও নয়া ইনিংসের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, কবীর সুমন, দীপঙ্কর দে, দোলন রায়, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, নন্দিনী পাল, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এদিন উদযাপন করা হয়, প্রভাত রায়ের বায়োগ্রাফি ক্ল্যাপস্টিকের সাফল্যও। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *