Primary Teacher Recruitment | Bratya Basu: বছর ঘুরলেই বিধানসভা ভোট, ‘মামলার গেরোয় আটকে প্রাথমিক নিয়োগ’, দাবি শিক্ষামন্ত্রীর! Education Minister Bratya Basu reacts on Primary Recruitment


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। ‘মামলার গেরোয় আটকে প্রাথমিক নিয়োগ’, দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বললেন, ‘এই জট ছেড়ে গেল গোটা রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা, অসুবিধা একেবারেই হবে না’।

আরও পড়ুন:  Private School Fee: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি! সমস্যা সমাধানে এবার পদক্ষেপ রাজ্যের…

বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। আজ, মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, ‘আদালতে মামলা তো একটা বড় প্রতিবন্ধকতা ছিল। কিন্তু যাবতীয় জট নিরসন করে, আমরা দশ হাজার নিয়োগ প্রাথমিকে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে রোস্তারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে বাকি পুরো নিয়োগটা থমকে আছে। আমরা আশা করছি, এরমধ্য়ে মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন, আগের যে জটগুলি আমরা ছাড়াতে পেরেছিলাম। এই জটগুলি ছাড়াতে পারব বলে আশা রাখছি’।  রাজ্য়ে প্রাথমিকে এখন শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৭০০। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকে নিয়োগ করা হয় ৯৪০০ জনকে।

আরও পড়ুন:  Kolkata Rape Case: সার্ভে পার্কের স্ক্যান্ডাল! ফেসবুকের আলাপে বিয়ের প্রতিশ্রুতি, তারপর তরুণীকে একাধিকবার…

এদিকে   ২০০৯ সালে প্রাথমিকে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর ২৪ পরগনা জেলার  প্রায় ৫০০ পরীক্ষার্থী। কম নম্বর পেয়ে চাকরি পাচ্ছে অথচ প্যানেলে বেশি নম্বর পেয়ে অনেকে প্যানেলে স্থান পায়নি কেন’? সেই মামলার আদালতে ফের প্রশ্নের মুখে  পর্ষদ। পর্ষদের রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। কারা অযোগ্য? পর্ষদের রিপোর্ট দেখে জবাবী হলফনামা দেবেন মামলাকারীর আইনজীবী। হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘প্যানেলে দুর্নীতি হয়েছে কিনা সেটাও দেখা দরকার’। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *