‘মা কালী তো নারীই, অথচ পিরিয়ডস হওয়ায় পুজোয় থাকতেই দিল না…’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র কয়েকদিন আগেই ৮ মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস (Women’s Day)।  নারীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু আসলে সমাজে মেয়েদের অবস্থান  প্রায় ২ দিন পর নারীদিবস উপলক্ষ্যে কয়েকটি ঘটনা তুলে ধরেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। 

আরও পড়ুন- Udit Narayan Kissing Controversy: ‘উদিত কি পাপ্পি! কোনও অনুশোচনা নেই, বরং বেশি বিখ্যাত হয়ে উঠেছি’…

গায়িকা লিখেছেন, ‘নারীদিবস চলে গিয়েছে জানি। তিনটে ঘটনা গত ২-৩ দিনে প্রত্যক্ষ করলাম। প্রথম ঘটনা আমার এক বন্ধুর মধ্যাহ্নভোজের সময়ে। তার বরের সঙ্গে লাঞ্চে বসবে, শাশুড়ি এসে বললেন, ওকে পেটিটা দিস। গাদাটা তোর জন্য রাখলাম। ও তো গাদা খেতে পারে না। তাতে আমার বন্ধু বলল আমিও তো গাদা খেতে পারি না। তারপরের কথপোকথন লম্বা কিন্তু সেটা জরুরি জয়। জরুরি এটুকুই। শাশুড়ির কিন্তু কোনও দোষ নেই। উনিও হয়তো যখন বিয়ে করে এসেছিলেন তখন হয়তো গাদা খেতে পারতেন না। পেটির মাছটাই খেতেন। ছেলে না থাকলে বউমাকেই পেটিটা দেন।’ 

দ্বিতীয় ঘটনা এক বন্ধুর বাড়ির পুজোয়। লগ্নজিতা লেখেন, ‘আরেক বন্ধুর বাড়িতে এই শনিবার রক্ষাকালী পুজো ছিল। কিন্তু ওর মেইনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। সে নিজে এসবে বিশ্বাস না করলেও বাকিরা বিশ্বাস করে বলে বাড়ির বড়দের জানায়। সবাই তাকে একবাক্যে বলে- তুই তাহলে আজ কিছুতেই হাত দিস না। আর ঠাকুর ঘরেও ঢুকিস না।… এখানেও বাকিদের দোষ দেখি না। কারণ যারা বলেছে, তাদেরও ঠাকুরঘরে ঢুকতে দেওয়া হত না বা হয় না। অথচ পুজোটা কালী ঠাকুরের, যিনি একজন আদ্যোপান্ত নারী। কাকতালীয়ভাবে সেদিনই আবার নারীদিবসও ছিল। কি মজার না?’ 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তৃতীয় ঘটনাটি হল, ‘আরেকটি বন্ধু, যে এই দুটো গল্প জানে, সে তার বাড়ির মা, কাকিমাদের সাথে এই দুটো গল্প শেয়ার করে এবং স্বাভাবিকভাবেই দুঃখ প্রকাশ করতে থাকে। তাকে থামিয়ে দিয়েই বাকী কাকিমারা বলে, “এসব নিয়ে এতো ভাবতে নেই”। এটাতেও ওদের কোনও দোষ নেই, কারণ ওরাও এগুলো নিয়ে ভাবেনি কখনো। যদি ভবত, তাহলে হাসি মুখে, এতগুলো বছর, সংসারের ঘানি টেনে যেতে পারত না’। সবশেষে লগ্নজিতা লেখেন, ‘হ্যাঁ, আমি ২০২৫ সালের কলকাতার কথাই বলছি। নারী দিবসের বিলম্বিত শুভেচ্ছা তাহলে?’ 

আরও পড়ুন- Prabhat Roy: ৮১ বছরে পরিচালনায় ফিরছেন প্রভাত রায়, ‘লাঠি ২’ করার আর্জি ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের…

বোঝাই যাচ্ছে এই ঘটনার মধ্যে দিয়েই ২০২৫ সালে কলকাতার সমাজে মেয়েদের অবস্থান তুলে ধরেন তিনি। বরাবরই প্রতিবাদী সঙ্গীতশিল্পী। সমাজের নানা বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁকে। মেয়েদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। এবার নারীদিবস উপলক্ষ্যে সমাজে মেয়েদের অবস্থান আরও স্পষ্ট করতেই এই কথাগুলি তুলে ধরে গায়িকা।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *