নান্টু হাজরা: ফোন করে কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার যুবক। গ্রেফতার করল বিধাননগর থানার পুলিস। ধৃত যুবকের নাম সঞ্জয় দত্ত। ধৃতকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ফোনে কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোক নগরের বীরা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।
২ দিন আগে, ১০ মার্চ বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ধৃত যুবকের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ১০ মার্চ বিকেলে বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের কাছে একটি ফোন আসে। ফোন ধরতেই ওপাশ থেকে এক যুবকের গলা শোনা যায়। সে জানায় নিমন্ত্রণ করার জন্য ফোন করেছে সে। উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় আসার আমন্ত্রণ জানায় যুবক। উত্তরে কাউন্সিলর আলো দত্ত ওই যুবকের নাম ও পরিচয় জানতে চান। সেইসঙ্গে এতদূরে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় বলেও জানান। অভিযোগ, এরপরই হঠাৎ করে হুমকির সুরে কথা বলতে শুরু করে অভিযুক্ত যুবক। অশ্লীল ভাষায় গালিগালাজও করতে থাকে।
এরপর কাউন্সিলর তাঁর স্বামী প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে ফোন দিলে, ওই যুবক তাঁর সঙ্গেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। তাঁদের বেলেঘাটা থানার সামনে আসার জন্য জানায় অভিযুক্ত। কাউন্সিলরের স্বামী সেখানে গিয়ে বেলেঘাটা থানার অফিসারকে ফোন দিলে তাঁকেও গালিগালাজ করতে থাকে সে। এরপরই কাউন্সিলরের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।
কাউন্সিলরের স্বামী তথা ৩৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সচিব নির্মল দত্ত জানিয়েছেন, “২০২১ সালে কাউন্সিলর থাকাকালীন আমাকেও এরকম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এখন আমার স্ত্রীকেও একইভাবে হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কের মধ্যে রয়েছি আমরা।“
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)