Ghola Incident: ভয়ংকর! গলা কেটে ট্রলিব্যাগে ভরা হয় দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাকড়াও ২


অয়ন ঘোষাল ও বরুণ সেনগুপ্ত: আহিরীটোলর পর এবার এবার উত্তর ২৪ পরগনার ঘোলা। ফেল ট্রেলি ব্যাগ থেকে উদ্ধার হল মৃতদেহ। ঘোলায় কল্য়াণী এক্সপ্রেসওয়েতে একটি অ্যাপ ক্যাব থেকে পাওয়া যায় ওই ট্রলি। সেখানেই দুমুড়ে মুচড়ে রাখা হয়েছিল মৃতদেহ। ঘটনায় করণ সিং ও কৃষ্ণরাম সিং নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। অ্যাপ ক্যাব চালকের তত্পরতায় দেহ লোপাটের ছক বানচাল।

আরও পড়ুন-দোলেই ‘লু’-র চোখরাঙানি, একলাফে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি পর্যন্ত

পুলিসের কাছে করণ স্বীকার করেছে দুজনে নাগেরবাজার থেকে একটি অ্যাপ ক্যাব ধরে। তারপর ট্রেলি ব্যাগ সহ হাতেনাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলের কাছে ক্যাব চালকের সন্দেহ হওয়ায় ধরা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় তখন সেখান থেকে আবার অন্য একটি ক্য়াব বুক করে মুক্তারাম বাবু স্ট্রিটে পালিয়ে যায় করণ সিং। ধরা পড়ে যায় কৃষ্ণরাম সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে করণের মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে তাকে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়।

এখনওপর্যন্ত পুলিস যেটা জানতে পেরেছে যে মৃত ব্য়ক্তির নাম ভাগ রাম সিং(৫২)। বড়বাজারে কাপড়ের পট্টি এলাকায় থাকতেন। ব্য়বসায়িক শত্রুতার জেরেই খুন। করণ সিং ভাগরাম সিংয়ের কাছে টাকা পেতেন। সেই টাকা বহুদিন ধরে দিচ্ছিলেন না ভাগরাম। তার জেরেই আক্রোশ বশত খুন। সেই খুনের পর দেহ লোপাটের চেষ্টা হয়। বড়বাজার এলাকা থেকে হলুদ ট্যাক্সি করে নাগেরবাজারে আনা হয় দেহ। সেখান থেকে অ্যাপ ক্যাব বুক করে কল্যাণীর দিয়ে ক্যাব চালককে যেতে বলে। কিন্তু কল্যাণী যাওয়ার পথে মাঝ রাস্তায় নির্জন খেপলির বিল এলাকায় ট্রলিব্যাগবন্দি দেহ ফেলে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ক্যাব চালকের তত্পরতায় তারা ধরা পড়ে যায়।

ওই ক্যাব চালক বলেন, গাড়িটা নাগেরবাজার থেকে বুক করা হয়েছিল। কল্যাণী যাবে বলেছিল। দুজন ছিল, তাদের সঙ্গে ছিল লাগেজ। একটা বস্তায় কয়েকটা কুর্তি ছিল। নামানোর সময় আমার সন্দেহ হয়। সেইসময় একটা পুলিসের গাড়ি যাচ্ছিল। সিগন্যাল দিয়ে পুলিসের গাড়িটা দাঁড় করালাম। তখন একজন পালাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললাম। পুলিস এসে ওকে ধরে ফেলল।

জানা যাচ্ছে দুজনই রাজস্থানের বাসিন্দা। চুরিদারের ব্যবসা করতেন। যে ভাগরাম সিংকে মারা হয়েছে তার কাছ থেকে করণ সিং পেতেন প্রায় ৮ লাখ টাকা। সেই টাকা দিচ্ছিলেন না ভাগরাম সিং। গতকাল এই ভাগরামকে তার বাড়িতে ডাকে করণ। তারপর তাকে কফি খেতে দেয়। কফি খেয়ে বেহুঁশ হয়ে যায় ভাগরাম। তারপরই ভাগরামের গলা কাটা হয়। এরপর দেহ বস্তায় ঢুকিয়ে ট্রেলির মধ্যে ঢোকানো হয়। এরপর একটি হলুদ ট্যাক্সি করে নাগেরবাজার নিয়ে আসা হয়। সেখান থেকে একটি ক্যাব ভাড়া করে কল্যাণীর দিকে যাত্রা করে তারা।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *