North 24 PGS: চাকরির চিঠি পৌঁছল বাড়িতে, কিন্তু তার আগেই সব শেষ! নিয়োগের আগেই ডুবে মৃত্যু যুবকের…


মনোজ মণ্ডল: ময়না তদন্তের জন্য মর্গে শোয়ানো দেহ, বাড়িতে শোকের আবহে পোস্টমাস্টার নিয়ে আসলেন চিঠি। চিঠির বয়ান দেখেই ডুকরে কেঁদে উঠলেন পরিবারের সদস্যরা। সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে চাকরির নিয়োগ পত্র। তবে চাকরিপ্রার্থী তখন নেই এই দুনিয়ায়। মর্মান্তিক এই ঘটনায় যেন স্তম্ভিত বনগাঁ থানা এলাকার গোবড়াপুর এলাকা। দোলের দিন বাবার সঙ্গেই ভাত খেয়েছিলেন বনগাঁ কলেজ থেকে বিএ পাস করা অরিজিৎ সাধু। খাওয়া-দাওয়ার পর রং খেলতে বন্ধুদের সঙ্গেই বেরিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই হঠাৎ পরিবারে কাছে ফোনে আসে দুঃসংবাদ। স্থানীয় অল্প জল থাকা একটি পুকুরেই ডুবে মৃত্যু হয়েছে অরিজিৎ এর। সাঁতার জানতোনা সে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

যেই বন্ধুদের সঙ্গে রং খেলতে গিয়েছিল, তাদের তরফ থেকেও জানানো হয়নি কিছুই। অপরিচিত এক প্রতিবেশীর তরফেই হঠাৎ এমন ফোন আসায়, পরিবারের ছেলের মৃত্যু ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়। মৃতের পরিবারের তরফে বিষয়টি নিয়ে সন্দেহ ডানা বাঁধে। কীভাবে অল্প জলের ওই পুকুরেই ডুবে মৃত্যু হতে পারে প্রশ্ন উঠছে সেই বিষয়টি নিয়েও। তবে কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই যুবক? বাড়িতে শোকের আবহের মাঝেই, হঠাৎ এদিন সকালে পোস্টমাস্টার নিয়ে আসলেন সাদা খামের একটি চিঠি। চিঠির মুখ খুলতেই আরও যেন শোকের আবহে পড়ল ঘৃতাহুতি। ২০১৪ সালে টেট পরীক্ষায় বসে ছিলেন অরিজিৎ সাধু। 

আরও পড়ুন: অশ্রু মুছল উত্‍সবের রং! দোল খেলতে মামারবাড়ি যাওয়ার পথেই পিষ্ট নাতনি, সঙ্গে দাদুও…

দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের সেই নিয়োগ আটকে থাকার পর অবশেষে নিয়োগপত্র আসলেও, আর তখন বেঁচে নেই চাকরিপ্রার্থী ছেলে। গোটা পরিবার যেন এখন বাকরুদ্ধ। ছেলের মৃত্যুর আসল কারণ যেমন জানতে চাইছেন তারা পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে পরিবারে তরফে। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। তবে এমন ঘটনার পর এদিন চাকরির নিয়োগপত্র আশায় মৃত ওই যুবকে নিয়ে গোটা এলাকায় যেন নেমেছে বাড়তি শোকের ছায়া।

আরও পড়ুন: হিটওয়েভের মাঝে বড় স্বস্তি! কিছুদিনের মধ্যেই বাংলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *