জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্থিক কেলেঙ্কারি! এবার টিভি সেলিব্রিটিদের সঙ্গে।
মুম্বই-এর ২৫ জন শিল্পীর সঙ্গে একটি এনার্জি ড্রিংক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য আর্থিক প্রতারণা করা হয়েছে। তালিকায় রয়েছেন বিখ্যাত সেলিব্রিটি অঙ্কিতা লোখন্ডে, আয়ুষ শর্মা এবং বাঙালি অভিনেত্রী অদ্রিজা রায়-সহ আরও অনেকে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই ঘটনায় চেম্বুর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রায় ১.৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কমার্শিয়াল টিমের বিরুদ্ধে। সেলিব্রিটি ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে সামান্থা! নোংরা-অশালীন মন্তব্যে ভরে গেল সোশ্যাল মিডিয়া…
পুলিশের মতে, অভিযোগকারী, আন্ধের রোশন বিন্দার (৪৮) সেলিব্রিটিদের অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের কাজ সরবরাহ করে। ২০২৪ সালের জুলাই মাসে, তিনি একটি ফোন পান যেখানে দাবি করা হয়েছিল যে একটি এনার্জি ড্রিংক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ২৫ জন শিল্পী প্রয়োজন। অভিযুক্তরা প্রথমে ১০ লক্ষ টাকার অগ্রিম পেমেন্ট দেখানো একটি রসিদ পাঠিয়েছিলেন, কিন্তু টাকা পাঠাননি। এরপর তারা ওই সেলিব্রিটি ম্যানেজারকে শিল্পীদের দাদারে একটি পার্টিতে নিয়ে আসার নির্দেশ দেন।
এই অনুষ্ঠানে অর্জুন বিজলানি, অভিষেক বাজাজ এবং হর্ষ রাজপুত সহ প্রায় ১০০ জন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৫ জনকে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল। মোট ১.৩২ কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল। পরে অভিযুক্তরা ১৫ লক্ষ টাকার চেকের একটি ছবি পেমেন্ট গ্যারান্টি হিসেবে পাঠিয়ে প্রতিশ্রুতি দেয় যে শীঘ্রই এই টাকা ম্যানেজারের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বিশ্বাস করে বিন্দার, বিজ্ঞাপনের শুটিং শুরু করেন এবং কন্টেন্টটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। অভিযুক্তরা আশ্বাস দেয় যে ৩৫ দিনের মধ্যে সমস্ত অর্থ দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: শ্রীদেবীর ‘ছেলে’-ই প্রেমে হাবুডুবু নায়িকার, কিন্তু সে গোপন কথা…
পুলিশ রিপোর্ট থেকে জানা যায় যে দাদারের অনুষ্ঠানে শিল্পীদের দেওয়া দুটি চেক – একটি ২ লক্ষ টাকার এবং আরেকটি ৯০,০০০ টাকার দেওয়া হয়েছিল যা বাউন্স হয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর, অভিযুক্ত দাবি করেন যে বৈদেশিক মুদ্রার নিয়ম অনুযায়ী দুবাই থেকে ২২.৫ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে। তবে, দুই দিন পরেও, অভিযোগকারীর অ্যাকাউন্টে কোনও টাকা জমা হয়নি।
শিল্পীদের কাছ থেকে মোট ১.৩২ কোটি টাকা প্রতারণা করা হয়েছে, এবং বিন্দরের ব্যক্তিগত তহবিল থেকে ১৬.৯১ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিন্দরের অভিযোগের পর, চেম্বুর পুলিশ মধ্যপ্রদেশের একজন বাসিন্দা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরও তদন্ত চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল