অয়ন ঘোষাল: বসন্তে তাপপ্রবাহের কবল থেকে আপাতত মুক্তি। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং দমকা হাওয়ায় প্রবণতা আরও বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দু-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দক্ষিণবঙ্গে পশ্চিমের যে সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল, সেই জেলাগুলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পেয়েছে। কিছু জেলার কিছু এলাকায় রবি এবং সোমবার শিলা বৃষ্টি হয়েছে। ফলে সেখানে এই মুহূর্তে আর উল্লেখ্যযোগ্য পারদ উত্থানের আশঙ্কা নেই। মঙ্গলবার বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি এসেছে। আগামী ৭২ ঘণ্টায় তা স্বাভাবিক বা তারও সামান্য নিচে নামতে পারে।
বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিঙে ২০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে মালদা জেলার তাপমাত্রা। কলকাতায় গত সন্ধ্যায় হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আপেক্ষিক আর্দ্রতা আজ থেকে কিছুটা বাড়বে।
কাল থেকে অনেকটাই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমান। ফলে শুষ্ক লু-এর মতো গরমের বদলে এবার পরিচিত ঘর্মাক্ত অস্বস্তিকর গরম ফিরতে চলেছে কলকাতায়। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। যে সম্ভবনা কাল বুধবার কিছুটা বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত দিনের যে কোনও সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২৫.২ থেকে সামান্য বেড়ে ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ থেকে ২ ডিগ্রি কমে ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৯ মার্চ ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
আরও পড়ুন, Burdwan: পুকুরের মালিকানা হারিয়ে চরম সিদ্ধান্ত! থানার সামনে প্রৌঢ়ের… ভয়ংকর কাণ্ড
আরও পড়ুন, West Bengal News LIVE Update: বাগুইয়াটি বাজারের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! মন্দিরের তালা ভেঙে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)