Jadavpur University: দুর্গ JU! বন্ধ ৫ নাম্বার গেট, ক্যাম্পাসে নিষিদ্ধ… জারি কড়া নির্দেশিকা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। যেদিন তিনি তাঁর অফিসে ফিরলেন, সেই দিন সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে একাধিক নির্দেশিকা জারি করল। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ক্যাম্পাসে। নিষিদ্ধ বাইরের যানবাহন প্রবেশ। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ৫ নাম্বার গেটও। তবে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ ও আরও সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ক্যাম্পাস থেকে আপত্তিকর গ্রাফিতি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’ লেখা স্লোগানের জন্য অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে কঠোর ধারায় এফআইআর রুজু করেছে কলকাতা পুলিস। রাত ৮টা থেকে সকাল ৭টার মধ্যে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তাদের পরিচয়পত্র জমা দেওয়ার পর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এই নিয়মটি ইতিমধ্যেই কার্যকর ছিল। তবে এবার এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। এজেন্সি কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পৃথক পরিচয়পত্র প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো যানবাহন ছাড়া, ৩ নম্বর গেট দিয়ে প্রবেশের আগে সকল যানবাহনকে একটি রেজিস্টার পূরণ করতে হবে। সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসের ভিতরে বাইরের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর অভাবে ৫ নম্বর গেট সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ৩৫ জন অতিরিক্ত চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়-অনুমোদিত ইউনিয়ন, সমিতি বা ক্লাব-ই বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে পারবে। একইসঙ্গে ক্যাম্পাসের ভিতর সংবাদমাধ্যমের অবাধ প্রবেশেও থাকছে নিষেধাজ্ঞা। প্রত্যেক চ্যানেল থেকে মাত্র ২ জন প্রবেশাধিকার পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও অরবিন্দ ভবনে প্রবেশের জন্য তাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হবে। সাংবাদিকদেরও ঢোকার সময় একটি রেজিস্টারে সই করতে হবে। প্রেস কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে। 

আরও পড়ুন, Wife Torture: “আমি বাঁচতে চাই না…” ১২ লাখ টাকা চাইছে স্ত্রী! ভিডিয়োয় কাঁদতে কাঁদতেই যুবক….

Human Coronavirus: কলকাতায় মহিলার দেহে বিরল হিউম্যান করোনাভাইরাস! বাড়ছে বিপদ, উপসর্গ জানুন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *