WhatsApp: ভারতে খড়্গহস্ত হোয়াটসঅ্যাপ, ব্যান হয়েছে ৯৯ লক্ষ অ্যাকাউন্ট! এরপর কি আপনি?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াটসঅ্যাপ, তাদের একটি মাসিক রিপোর্ট প্রকাশ করল। যেখানে লেখা আছে তারা ১ জানুয়ারী, ২০২৫ থেকে ৩০ জানুয়ারী, ২০২৫ এর মধ্যে প্রায় ৯৯ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছে। মূলত জালিয়াতি, স্প্যাম, প্রতারণামূলক কার্যকলাপের মোকাবিলা করতেই সক্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীরা যদি সংস্থার নিয়ম লঙ্ঘন করেন তাহলে জারি হতে পারে আরও নিষেধাজ্ঞার পরিমাণ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

হোয়াটসঅ্যাপের নতুন রিপোর্ট Rule 4(1)(d) এবং Rule 3A(7) -এ বলা হয়েছে সংস্থার নিয়ম সকল ব্যবহারকারীকে মেনে চলতে হবে। সংস্থার লক্ষ্য ব্যবহারকারীদের একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। তার জেরেই সংস্থার এমন উদ্যোগ।

সংস্থা জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারী মাসে মোট ৯,৯৬৭,০০০ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছে। সংস্থা জানিয়েছে, এই রিপোর্টের আগেই ১,৩২৭,০০০ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত স্ক্যাম এবং অপব্যবহারের জন্যই এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- Moon Sighting For Eid 2025: কবে দেখা যাবে ঈদের চাঁদ? পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কবে? ক’টা রোজা রাখতে হচ্ছে?

যে অ্যাকাউন্টগুলির নামে প্রচুর অভিযোগ জমা পড়েছিল, মূলত সেই অ্যাকাউন্টগুলিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ৯,৪৭৪টি অভিযোগ জমা পড়েছিল সেই ভিত্তিতেই ২৩৯টি অভিযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি যাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বাড়িতে যেমন চিঠি গেছে তেমনই সবার মেইল আইডিতে মেইলও গেছে।

WhatsApp কীভাবে ব্যাবহারকারীদের জানতে পারলো তা জানাতে সংস্থা বলেছে, যারা অপব্যবহারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ছে এবং তারপরই তাদের অ্যাকাউন্টগুলিকে সংস্থা চিহ্নিত করে অতি দ্রুত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা জানিয়েছে কীভাবে তারা এই সকল অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে সেই পদ্ধতিটি-

১. During registration: সাইন-আপের সময় সন্দেহজনক অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হয় এবং ব্লক করা হয়।

২.During messaging: WhatsApp-এর স্বয়ংক্রিয় সিস্টেমগুলি bulk messaging বা spam-এর মতো ঘটনাগুলির ওপর নজর রাখে।

৩.In response to user feedback: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দ্বারা অবমাননাকর বা অবৈধ কার্যকলাপের জন্য রিপোর্ট করা অ্যাকাউন্টগুলিকে নোট করে রাখে সংস্থা এবং তার ওপর তদন্তের ব্যবস্থা নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করার কারণ যদি সন্দেহজনক কাজে লিপ্ত থাকে, মূলত তাদের ওপর নজর রাখে সংস্থা এবং পরবর্তিতে তাদের অ্যকাউন্ট ব্লক করে দেয় সংস্থা। যদি কেউ বিভ্রান্তিকর তথ্য ভাগ করে নেয় বা কেউ যদি জালিয়াতির মতো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের উপর বেশি করে নজর রাখে সংস্থা। 

আরও পড়ুন- Rahu Ketu Shift: সাবধান! রাহু-কেতুর অভিশাপে মাত্র সামান্য ক’দিনেই ছারখার হয়ে যাবে আপনার জীবন! অর্থনষ্ট, স্বাস্থ্যনষ্ট এবং, ভয়ংকর…

কীভাবে আপনি এই ব্লক থেকে নিস্থার পাবেন!
আপনি যদি WhatsApp ব্যবহার করে প্রচুর পরিমাণে ব্যবহার করেন এবং সেখানে প্রচর ভুয়ো মেসেজ বা স্প্যাম মেসেজ সকলকে প্রদান করে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্র আপনার উপরও নজরদারী আসতে পারে। তাই ভুলেও কোনও অজানা লিঙ্ক কাউকে দেবেন না এবং স্প্যাম মেসেজ থেকেও বিরত থাকবেন। যদি সন্দেহজনক কোনও লিঙ্ক আপনি ক্রমাগত সকলকে পাঠিয়ে যান তাহলে আপনিও সংস্থার ব্লক লিস্টের তালিকায় ঢুকে যাবেন, এমনটাই জানাচ্ছে  WhatsApp। 

ব্লকের হাত থেকে বাঁচতে WhatsApp-এর কোনও রকম অপরাধমূলক কাজ করব্ন না এবং যাকে তাকে WhatsApp Call বা WhatsApp SMS করবেন না। যদি আপনি একাধিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখানে একসঙ্গে প্রচুর ফটো বা ভিডিয়ো পোস্ট করবেন না।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *