জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। আর তার মাঝেই চলে এল বিরাট আপডেট। চলতি বছর দুর্গাপুজোর পরেই ক্রিকেটের নন্দনকাননে টেস্টের মহোত্সব। টানা পাঁচদিন ক্রিকেটে মাততে পারবেন কলকাতাবাসী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ভারতের হোম সিরিজের সূচি ঘোষণা হয়ে গিয়েছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। জানা যাচ্ছে, পরপর ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এক-দুই নয়, ১২ বছর পর দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ এই দেশে। ২০১৩-১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ শেষবার ভারতে এসেছিল টেস্ট সিরিজ খেলতে। যা ছিল সচিন তেন্ডুলকরের শেষ আন্তর্জাতিক টেস্ট। ২০২২ সালে শেষবার ক্যারিবিয়ানরা ভারতে এসেছিল তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-টোয়েন্টিআই খেলতে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সর ফরম্যাটে খেলতে ভারতে পা রাখবে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, ভারত ২ অক্টোবর থেকে মোহালিতে প্রথম টেস্টে উইন্ডিজের মুখোমুখি হবে এবং ১০ অক্টোবর থেকে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট খেলবে। ইডেনে ছ’বছর পর ফিরল টেস্ট। দক্ষিণ আফ্রিকা দু’টি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টিআই সিরিজের জন্য ভারতে আসবে, যা পরবর্তী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। গুয়াহাটিতে এই প্রথম টেস্টের আসর বসবে। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ম্যাচগুলি হবে ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরে। রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমকে বেছে নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ। ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ ডিসেম্বর খেলা হবে কটক, নাগপুর, ধরমশালা লখনউ এবং আহমেদাবাদে।
আরও পড়ুন: ‘জঘন্যতম’ ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ, হাটেবাজের মিলারের আবেগ! নেটপাড়ায় নিন্দার টর্নেডো…
আরও পড়ুন: রাজস্থানের নতুন অধিনায়কের ১০ ম্যাচের অভিজ্ঞতা! শর্তসাপেক্ষে দলে ভিন্ন ভূমিকায় সঞ্জু
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)