ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হরনাথ চক্রবর্তী? মৃত্যুর গুজবে বিরক্ত পরিচালক


জি ২৪ ঘণ্টা ডি়জিটাল ব্যুরো: ক্যানসারে আক্রান্ত হয়ে নাকি প্রয়াত হয়েছেন বাংলা ছবির জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty), ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। আচমকাই শোকে ভেঙে পড়েন সিনেমাপ্রেমীরা, হইচই পড়ে যায় টলিউডে (Tollywood)। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

সম্প্রতি প্রয়াত হয়েছেন হরনাথ চক্রবর্তীর স্ত্রী। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন, কিন্তু আর শেষরক্ষা হয়নি। গত মঙ্গলবার তিনি চলে গিয়েছেন। এরপরেই শনিবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এটি পুরোটাই মিথ্যে প্রচার। একটি ইউটিউব চ্যানেল এই গুজব ছড়ায়। পরিচালক জানান এটি ভুয়ো খবর। তিনি সুস্থ আছে। স্ত্রীর মৃত্যুতে শোকাতুর পরিচালক। এহেন গুজবে বেশ বিরক্ত তিনি। 

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan | Salman Khan: ‘আগে শান্তই ছিল, ঐশ্বর্যর বেইমানি দেখে বদমেজাজি হয়ে যায় সলমান! বাড়িতে ভাঙচুর করত’

হরনাথ চক্রবর্তীর স্ত্রী রাজশ্রী চক্রবর্তী গত ১৮ তারিখ প্রয়াত হন এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সেই খবরেই স্ত্রীর বদলে তাঁর নাম জুড়ে দিয়েছে ওই ইউটিউব। এই খবরে খুবই বিরক্ত তিনি। পরিচালক বলেন, “সোশ্যাল মিডিয়ায় এই তো অবস্থা। আমি এই জন্য কোনও সোশ্যাল মিডিয়া আইকন বা ইউটিউবারকে সাক্ষাৎকার দিই না। কোনও একটি ইউটিউবের মারফত বানানো হয়েছে এই খবরটা সেটা দেখলাম। এরা এত অসভ্য, আমার আর কিছু বলার নেই। আজকাল যে কোনও কিছু লিখে দিয়ে ভিউ বাড়ানোর প্রবণতা বাড়ছে। মানসিকভাবে অত্যন্ত আহত হয়েছি এমন খবরে। অশিক্ষিত কিছু মানুষ তথ্য যাচাই করার প্রয়োজন মনে করেন না। ধিক্কার জানাই। “

আরও পড়ুন- Ranbir Kapoor | Alia Bhatt: ‘আলিয়া নয়, ওকেই প্রথম স্ত্রী মানি’, বিয়ের ৩ বছর পর ভয়ংকর স্বীকারোক্তি রণবীরের…

নব্বইয়ের দশকে বাংলা বানিজ্যিক ছবির জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর হাত ধরেই টলিউডে পা রেখেছেন সুপারস্টার জিত্‍। একাধিক জনপ্রিয় অভিনেতাকে নিয়ে ছবি বানিয়েছেন তিনি। টলিপাড়ার জনপ্রিয় নাম হরনাথ চক্রবর্তী। তাঁর মৃত্যুর খবরে স্বভাবতই চিন্তায় পড়ে যায় অনুরাগীরা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *