জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কিছুক্ষণের অপেক্ষা, শনি সন্ধেতে আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। তবে খবরের শিরোনামে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants, LSG)। নেটপাড়ায় ধেয়ে এসেছে নিন্দার সুনামি…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এখন প্রশ্ন এলএসজি এমন কী কাণ্ড ঘটাল, যার জেরে নেটপাড়ায় দাউদাউ করে আগুন জ্বলছে? দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ডেভিড মিলার এবার খেলবেন লখনউয়ের হয়ে। গুজরাত টাইটান্সের হয়ে ২০২২-২০২৪ পর্যন্ত খেলা ক্রিকেটারকে গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজ়ি ৭.৫ কোটি টাকায় নিয়েছে নিলামে। তাঁকে কেন্দ্র করেই একটি ভিডিয়ো প্রকাশ করেছে লখনউ। যা এখন ভাইরাল।
মিলারকে ক্রিকেটে কেরিয়ারের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনার মধ্যে থেকে বেছে নিতে বলা হয়েছিল। ২০২৪ ও ২০২৩ সালের আইপিএল ফাইনালে হারের সঙ্গেই দেশের হয়ে বিশ্বকাপ পরাজয়ের মধ্যে থেকে বেছে নিতে হয়েছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও ছিল তার ভিতর। কী করে ভিউজের চক্করে একজন ক্রিকেটারের আবেগকে এভাবে হাটেবাজের বিক্রি করা যেতে পারে! এই মর্মেই নেটপাড়া প্রশ্ন তুলেছে।
গত নভেম্বরে, জেদ্দায় আইপিএল নিলাম চলাকালীনই চলে এসেছিল বিরাট ব্রেকিং। গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ২৭ কোটি টাকা দিয়ে শুধু ঋষভকে নিতেই খরচ করেছিল। এবার তিনিই দলের নেতৃত্বে।
আরও পড়ুন: বোর্ডের মাস্টারস্ট্রোক; তাজা রক্তেই ফুটবে আইপিএল, মাঠে ৭ নতুন ভারতীয় আম্পায়ার
আরও পডুন: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)