IPL 2025 | CSK vs MI: রবিবাসরীয় ম্যাচে মুখোমুখি চেন্নাই বনাম মুম্বাই, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ…|


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টিস্নাত তিলোত্তমায় ইডেনে (Eden Gardens) নির্বিঘ্নে সম্পূর্ণ হল আইপিএল বোধন।রবিবাসরীয় আইপিএল ম্যাচে আজ মাহি বনাম রোহিত শিবির।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

চেন্নাইের চিদাম্বরম স্টেডিয়ামে রবিবার সন্ধ্য়ে ৭.৩০ টায় মুখোমুখি চেন্নাই সুপার কিংস(CSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দু-দলই পাঁচ বার করে চ্যাম্পিয়ন। তবে আইপিএলের (IPL 2025) মেগা অকশনে প্রতিটি দলেই নানা রদবদল হয়। অষ্টাদশী আইপিএলে মাহি শিবিরে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অন্য দিকে, রোহিতকে সরিয়ে গত মরশুমেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে, চেন্নাই বনাম মুম্বইের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক, পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। মুম্বইের মিডল অর্ডারকে অস্বস্তিতে ফেলতে প্রস্তুত জাডেজা-অশ্বিন জুটি।

জাডেজার বাঁহাতি স্পিনে হোঁচট খেলেও অশ্বিণের বিরুদ্ধে সূর্য আজ সন্ধ্য়েয় অস্ত যেতে নারাজ। আবার ক্যাপ্টেন গায়কোয়াড়কে চাপে রাখতে পারে বাঁহাতি পেস্ বোলার ট্রেন্ট বোল্ট। হায়দরাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের পর মরশুমের তৃতীয়  রোহিত, সূর্য বনাম ধোনি জাডেজার দুর্দান্ত সংঘর্ষে দেখে নিন দুপক্ষের সম্ভাব্য় এগারো – 
চেন্নাই সুপার কিংস —
১) রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)
২) ডেভন কনওয়ে
৩) রাচিন রবীন্দ্র
৪) রাহুল ত্রিপাঠি
৫) শিবম দুবে
৬) রবীন্দ্র জাডেজা
৭) মহেন্দ্র সিংহ ধোনি
৮) স্যাম কারেন
৯) রবিচন্দ্রন অশ্বিন
১০) মাথিশা পাথিরানা
১১) খলিল আহমেদ
১২) শ্রেয়স গোপাল (ইমপ্যাক্ট প্লেয়ার)

মুম্বই ইন্ডিয়ান্স —
১) রোহিত শর্মা
২) রায়ান রিকেলটন
৩) তিলক বর্মা
৪) সূর্যকুমার যাদব (অধিনায়ক)
৫) উইল জ্যাকস
৬) নমন ধীর
৭) রাজ অঙ্গদ বাওয়া
৮) মিচেল স্যান্টনার
৯) কর্ণ শর্মা
১০) দীপক চাহার
১১) ট্রেন্ট বোল্ট
১২) রবিন মিঞ্জ (ইমপ্যাক্ট প্লেয়ার)
চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (CSK vs MI)মধ্যে এখন পর্যন্ত মোট ৩৭টি ম্যাচ খেলা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ২০টি ম্যাচে জয়ী হয়ে হেড-টু-হেডে এগিয়ে রয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৭টি ম্যাচে, তবে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি তাদের শক্তিকে কিছুটা কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন: আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি, ইডেনের ক্যানভাসে রাজার তুলিতে রক্তিম শহর…

আরও পড়ুন: কোহলির জন্য গভীর রাতেও জাগতেন শাহরুখ! ইডেন দেখল দুই রাজার নাচ, শুনল অজানা গল্প…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *