West Bengal Private Hospitals: কড়া রাজ্য, স্বাস্থ্যসাথীর রোগীদের ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল


অয়ন শর্মা: সরকারি হাসপাতাল ফেরালে বেসরকারি হাসপাতালে যেতে হলে মধ্যবিত্ত পরিবারের মানুষজনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এনিয়ে বহু বিতর্ক হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিত্সা করতে বহু বেসরকারি হাসপাতালের প্রবল আপত্তি। এনিয়ে রাজ্যের ৪৭টি বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকে বহু বেসরকারি হাসপাতাল জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের খরচের সীমা বেঁধে দেওয়া উচিত।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

চিকিত্সার খরচ নিয়ে স্বাস্থ্য কমিশনের বক্তব্য় হল এনিয়ে উচ্চস্তরেও ভাবনাচিন্তা চলছে। পরীক্ষামূলক ভাবে ওষুধ, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সামগ্রী দামের পুনর্বিবেচনা করার আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের।

আরও পড়ুন-হেভিওয়েট তৃণমূল নেতাদের এক্ষুনি গ্রেফতার করুন, বিচারকের রায় শুনে…

নিউটাউনে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আজ এক বৈঠকে স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের টেস্টের যে দাম ধরা হয় তার মূল্য় পুনর্বিবেচনা করা হোক। ওষুধের দাম ঠিক করা হোক। পাশাপাশি চিকিত্সা সামগ্রীর দামও ঠিক করা হোক।

আরও পড়ুন-‘গরমে রোগা হন, আমার আইকন অভিষেক’! হুগলিতে রচনা-দাওয়াই…

সাস্থ্যসাথী নিয়ে হাজার হাজার মানুষের অভিযোগ বহু পুরনো। বহু নামি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা করা হয় না। এনিয়ে হাসপাতালগুলিরও অনেক যুক্তি রয়েছে। অনেকক্ষেত্রেই বলা হয়, কোনও চিকিত্সার জন্য যে টাকা সরকার দিয়ে থাকে তাতে চিকিত্সা করা সম্ভব নয়। রাজ্য স্বাস্থ্য কমিশনের নির্দেশ হল, কোনওভাবেই স্বাস্থ্য কমিশন ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা রোগীদের প্রত্যাখান করা যাবে না। বড় বেসরকারি হাসপাতালগুলিতে ও নার্সিংহোমে ১০ শতাংশ স্থাস্থ্যসাথীর জন্য সংরক্ষিত করা হোক। ক্ষেত্রে বিশেষে রোগীর পরিবার যদি হাসতাকালের বাইরে থেকে ওষুধ কিনতে চায় তাহলে তা ভেবে দেখতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *