ছাত্রীর শরীরে ‘অসভ্য হাত’! শিক্ষককে এবার বিবস্ত্র করে গণধোলাই, আবার সেই হাঁসখালি… A minor reportedly badly touched by teachers during class in a Primary school at Nadias Hanskhali


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে নদিয়ার হাঁসখালি। ছাত্রীর গোপনাঙ্গ স্পর্শ করার অভিযোগে এবার শিক্ষককে প্রকাশ্য রাস্তা গণধোলাই স্থানীয় বাসিন্দারা। তাও আবার বিবস্ত্র করে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রঞ্জিত ঘোষ। হাঁসখালির  বগুলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন তিনি। অভিযোগ, ক্লাস পড়ানোর ফাঁকেই মাঝেমধ্যেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শরীর স্পর্শ করেন রঞ্জিত। অভিযুক্ত তো বটেই, স্কুলের অন্যন্য শিক্ষকদের বিষয়টি জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু কোন লাভ হয়নি।

এদিকে আজ, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে রীতিমতো কান্নাকাটি  শুরু করে দেয় এক ছাত্রী। পরিবারের লোকেদের দাবি, কারণ জানতে চাইলে, গোপনাঙ্গে অভিযুক্ত শিক্ষকের হাত দেওয়ার ঘটনা জানায় সে। এরপর  ওই ছাত্রীর বাবা-মা প্রতিবেশীদের সঙ্গে যখন শিক্ষকের কাছে যান, তখন তিনি পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে যান! এরপর বগুলা বাসস্ট্যান্ডে প্রকাশ্য জনবহুল এলাকায় ওই শিক্ষককে বিবস্ত্র করে শুরু হয় মারধর। শেষে ওই শিক্ষককে উদ্ধার করে হাঁসখালি থানায় নিয়ে যায় পুলিস।

৩ বছর পার। ২০২২ সালে হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ, । স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের বাড়িতে মদ্যপানের আসরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। সেদিনই মৃত্যু হয় তাঁর। মৃত নাবালিকা গ্যাড়াপোতা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন:  HS Student of Dakshin Dinajpur: এ কী ভয়ংকর পথ বেছে নিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে আমগাছ থেকে…

আরও পড়ুন:  Bengal Weather Update: এখনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা? আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও চিহ্নও নেই? তাহলে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *