Bhalobeshey Basho Naa: ‘নেই তুমি আগের মতো’ পরে ‘ভালোবেসে বাসো না’! অনুপমের সুরে ভালোবাসার গান…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসছে ‘হেমলক সোসাইটি’র পর ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society)। নববর্ষের পরেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) আগামী ছবি। তাই আবারও পর্দায় ফিরছেন ‘আনন্দ কর’ (Ananda Kar) তবে তাঁর নজরকাড়া লুকে থাকছে চমক। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কিলবিল সোসাইটির প্রথম গান, ‘নেই তুমি আগের মতো’ (Nei Tumi Aager Moto)। এখানে দেখা যাচ্ছে বন্ধ ঘরে মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) ওরফে পূর্ণা আইচ। দুজনের মধ্যে তুমুল অশান্তির পর পূর্ণা ফিরে যেতে চায় তার ছোটোবেলায়। পূর্ণার চরিত্রের জমে থাকা হতাশা, কান্না বেড়িয়ে আসতে চায় সকলের সামনে। সে পৌঁছায় এক খাদের ধারে এবং সেখান থেকে সে ঝাঁপ দেবার জন্য প্রস্তুত হয়। এই মন খারাপি সময়টুকুর দৃশ্য ফুটে ওঠে সোমলতা আচার্য্যের গানের মধ্য দিয়ে। গোটা দৃশ্যে দেখা গেছে পূর্ণাকে, সে তার মন খারাপ নিয়ে দুমরেমুচরে যাচ্ছে। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়। গেয়েছেন সোমলতা সেন। 

আরও পড়ুন: Anindya-Rohaan: ক্ষমতা দখলের লড়াইয়ে রোহন বনাম অনিন্দ্য!

প্রথম ট্র্যাক দিয়ে সুর তৈরি করার পর, ‘কিলবিল সোসাইটি’ এখন নিয়ে আসছে একটি নতুন গান ‘ভালোবেসে বাসো না’ (Bhalobeshey Basho Naa)। এই গানটি ছবির মধ্যে ছড়িয়ে দেবে উষ্ণতা। গানটি লিখেছেন সৃজিত মুখার্জি এবং অনুপম রায় সুর করেছেন। আবার প্রেমে পড়ার সাহস জোগায়। অতীত ভুলে আবার প্রেমে পড়ার সাহস জোগায় এই গান। 

এই গান মনের মধ্যে এক গভীর দাগের সৃষ্টি করে। ‘ভালোবেসে বাসো না’ পুনরায় প্রেমে পড়ার একটি গান। এই গানের ভিডিয়োতে দেখা যায় দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ওরফে মৃত্যুঞ্জয় কর (Mritunjoy Kar) এবং কৌশানি মুখার্জি ওরফে পূর্ণা আইচ (Poorna Aich) তারা একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করে এবং তারা একে অপরের সঙ্গে চোখে চোখে কথা বলে। তাদের এই মিষ্টি প্রেমের গল্পই মূলত ফুটে উঠেছে এই গানের মধ্যে দিয়ে। 

আরও পড়ুন: Salman Khan: ‘রশ্মিকার বাবার সমস্যা নেই, আপনাদের কী? ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব…’

‘ভালোবেসে বাসো না’ এখন SVF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সব বড় অডিও প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে। মন কাড়া এই গানটি সকলের মধ্যে এক গভীর ভালোবাসার অনুভূতি প্রেরণ করে। আবার নতুন করে ভালোবাসতে শেখায় এই গানটি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *