শ্রীকান্ত ঠাকুর: বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আম গাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মানসিক অবসাদে তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন বলে অনুমান ছাত্রের পরিবারের। গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার ঘটনা। ঘটনার পর পুলিস যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিস।
পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বেনজামিন হেমরম (২০)। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায়। তিনি এবারে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন।
আরও পড়ুন: Most Deadliest Avalanche: ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?
আরও পড়ুন: Deadly Earthquake: ভূমিকম্পের অকল্পনীয় ভয়াবহতা! সরকারি সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০০ মানুষ…
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। মঙ্গলবার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর পুলিস পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
….
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)