জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীতে এবার ‘অস্ত্র মিছিল’? ‘আমাদের ধর্ম-কর্ম, মেলা, অনুষ্ঠান, যাত্রাকে কেউ বাধা দিতে না আসে, তাহলে সুদর্শন চক্রও বেরোবে, তীর-ধনুকও বেরোবে’, ফের বেলাগাম দিলীপ ঘোষ। তাঁকে কার্যত সমর্থন করলেন শুভেন্দু অধিকারী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আর বেশি দেরি নেই। আগামী ৬ এপ্রিল রামনবমী। দিলীপ বলেন, ‘রামনবমী আসছে। বেরুক রাস্তায় সবাই। একসঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে হবে। হরিবোল বলতে হবে, হরেকৃষ্ণ বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। যাঁর কাছে খোল আছে, করতাল আছে, বেরোন নিয়ে। যাঁরা কাছে ত্রিশূল আছে, ক্রিশূল নিয়ে বেরোন। ডঙ্কা নিয়ে বেরোন’। সঙ্গে হুঁশিয়ারি, ‘ঈদ করছে, ইফতার করছে, আমাদের খুব ধন্যবাদ। কিন্তু আমাদের ধর্ম-কর্ম, মেলা, অনুষ্ঠান, যাত্রাকে কেউ বাধা দিতে না আসে, তাহলে সুদর্শন চক্রও বেরোবে, তীর ধনুকও বেরোবে’।
দিলীপের মন্তব্যে শুভেন্দুর প্রতিক্রিয়া, ‘প্রথা মেনে হবে। যা হয়, তাই হয়। হওয়া উচিত, আমি হিন্দু হিসেবে বলছি। যেমনভাবে আমাদের বিধি বিধানে আছে, তেমনভাবে হবে। ব্যাপকভাবে হবে। ব্যাপকভাবে মানুষ রাস্তায় নামবে। বাংলাদেশ দেখে মানুষ আতঙ্কিত। হিন্দুরা বাড়িতে থাকতে চাইছে না। বেরিয়ে পড়ছে’।
তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টা কটাক্ষ, ‘রামনবমী, এটা কি হঠাত্ শুরু হয়েছে গত চার পাঁচ বছরে’? তিনি বলেন, বিজেপির কোনও কৃতিত্ব নেই যে, আমরা তৈরি করেছি। ইনি দেখাচ্ছে, রামনবমী করব, আমি করব। একটা লোক যখন দাম্ভিকতায় ভোগে, তাঁরা তখন এইভাবে কথা বলে এইরকম একটা উত্সব নিয়ে। এবং সেই উত্সবটাকে অপমান করছেন’।
আরও পড়ুন: Elderly Woman Death: বাড়িতে মিলল বালিশ চাপা দেওয়া অগ্নিদগ্ধ দেহ! পাটুলিতে বৃদ্ধার রহস্যমৃত্যু…
আরও পড়ুন: Bidhannagar: ৬৭ লাখের প্রতারণা! বিধাননগরে ফের ফেক কল সেন্টারের হদিশ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)