Dilip Ghosh: ‘সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের বড় কোনও পদে না থেকেও রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেই। বরং কেউ কেউ বলছেন এটা হলেন দিলীপ ঘোষ ২.০। বুধবার নদিয়ার গাংনাপুরে এবার ফের বিরোধীদের নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। কথা বলতে গিয়ে তিনি কয়েকদিন আগে তাঁকে রাস্তা উদ্বোধনে বাধা দেওয়ার কথা উল্লেখ করেন। সেদিন তিনি বিক্ষোভকারী মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বুধবার নদিয়ার গাংনাপুরের তার উল্লেখ করলেন।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

দিলীপ ঘোষ গাংনাপুরে এক চা চক্র বলেন, ভোট এসে গিয়েছে। কেউ কেউ ফুরফুরা শরিফে ধরনা দিচ্ছে। উনি দেখাচ্ছেন জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করে দাও! গোরু মেরে জুতো দান হচ্ছে? তাই এই যারা ভেকধারী, কেউ পুতনা, কেউ হিডিম্বা  এদের চিনতে হবে। ভগবান  শ্রীকৃষ্ণ ঠিকই চিনেছিলেন। ছাড়েনি পুতনাকে। উনি বুঝেছিলেন কে পুতনা, তিনি তাঁর প্রাণ নিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন-‘টুটা হ্যায় গাব্বা কা ঘামান্ড?’ মুছে যাচ্ছে ঐতিহাসিক স্টেডিয়াম! আজ ভাষাহীন বাইশ গজ

আরও পড়ুন-বিশ্বকাপের টিকিট হাতে নিয়েই ব্রাজিলকে ক্লাবস্তরে নামাল ভুবনজয়ীরা…

খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল, মেয়ে বলে। ভাই, তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস। কোনও দিন তে প্রমাণ করিসনি। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। মায়ের আসনে সীতাকে বসাব, পুতনাকে বসাব না। এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব আমরা। কারণ ওরা ছদ্মবেশে মা সেজে এসেছে।  শ্রীকৃষ্ণ মাত্র ৬ দিন বয়সেই বুঝে গিয়েছিলেন। আমাদের ৬০ বছর বয়স হয়ে গেল। এবার বুঝুন। পুতনা যদি সত্যিই মা হতেন তাহলে আমরা তার ছবি রাখতাম। আমরা তো সীতার ছবি রাখি। নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুখ খাওয়াতে এসেছে।

এদিনে তাঁকে কোণঠাসা করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।  দল তাঁকে কোণঠাসা করছে এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষই আছে। কারও দয়য় নেতা হয়নি। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে  আছে। সাধারণ মানুষ দিলীপ ঘোষের সঙ্গে আছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *