আরজি করের ‘ত্রাতা’ CISF জওয়ানই চিনার পার্কে ডাকাত! CISF Jawan Robbery in Chinar Park


সৌমেন ভট্টাচার্য:  রক্ষকই ভক্ষক? ইনকাম ট্যাক্স অফিসার সেজে  ২৫ ভরি সোনা, ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে এবার গ্রেফতার ৫ CISF কর্মী-সহ ৮ জন!  ধৃতদের মধ্যে একজন আবার চার মাস আগে আরজি করে কর্মরত ছিলেন বলে খবর।  চিনার পার্কে ‘স্পেশাল ২৬’ অপারেশন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
 
পুলিস সূত্রে খবর, চিনার পার্কে একটি আবাসনে স্ত্রী ও মেয়ে নিয়ে থাকতেন আরপি সিং নামে এক ব্য়ক্তি। পেশায় তিনি ছিলেন প্রোমোটার। কয়েক বছর আগে প্রয়াত হন আরপি সিং। অভিযোগ, গত ১৭ মার্চ ইনকাম ট্যাক্স অফিসার সেজে হানা দেয় বেশ কয়েকজন। ২৫ ভরি সোনা ও নগদ ৩০ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যান তাঁরা। বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রয়াত প্রোমোটারের স্ত্রী। 

তদন্তে মেনে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজনকে। এরপর প্রথমে কলকাতা থেকে দুই জন ও পরে ফরাক্কা থেকে CISF-র ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার অমিত কুমার সিংকে গ্রেফতার করে পুলিস। ধরা পড়ে আরও ২ CISF কর্মী-সহ মোট ৭ জন।  পুলিস সূত্রে খবর, এখনও বেশ কয়েকজন অধরা। ধৃতদের হেফাজতে নিয়ে তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হবে।

ধৃত CISF কর্মী হলেন  সিনিয়র ইন্সপেক্টর অমিত কুমার সিং, কনস্টেবল লক্ষ্মী কুমারী চৌধুরী, বিমল থাপা, হেড কনস্টেবল রামু সরোজ, আর জনার্দন সাউ। এদের মধ্যে কনস্টেবল লক্ষ্মী কুমারি চার মাস আগে আরজি করে নিরাপত্তা দায়িত্বে ছিলেন বলে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, এই গোটা অপারেশন সাহায্য করেছেন পরিবারের কোনও সদস্য়। কিন্তু ওই ফ্ল্যাটে ইনকাম ট্যাক্স অফিসার সেজে ডাকাতি? নেপথ্যে কি বড় কোনও চক্র? খতিয়ে দেখছে পুলিস। 

আরও পড়ুন:  Sealdah: নজরে মহিলা যাত্রী, শিয়ালদহে লোকাল ট্রেনে নয়া ব্যবস্থা চালুর সিদ্ধান্ত রেলের..

আরও পড়ুন:  Digha Chaitanya Temple: সৈকতনগরীতে ভক্তির ঢেউ! জগন্নাথমন্দিরের আগেই দিঘার অদূরে শ্রীচৈতন্যদেবের মন্দির…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *