Khadim owner Partha Roy Barman kidnapping case: খাদিম কর্তা অপহরণ মামলায় বড় আপডেট! কেউ দেখেইনি তাকে! ১২ বছর পর মুক্ত…


অর্ণবাংশু নিয়োগী: ২৪ বছর আগের খাদিম কর্তা অপহরণের ঘটনা! সেই মামলায় ১২ বছর জেল খেটে মুক্ত হরিয়ানার বাসিন্দা আখতার হোসেন। অপহরণে মূল অভিযুক্ত আফতাব আনসারির ঘনিষ্ঠ ৪ পাকিস্তানি জঙ্গি সহ ৮ জনের মধ্যে একজনকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। ধৃতকে ভূত বাংলো বা অপহরণের জায়গায় কেউ দেখেননি বলে সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তাকে মুক্তি দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

২০০১ সালে খাদিম কর্তা অপহরণের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হয় আফতাব আনসারি। বর্তমানে যাবজ্জীবন জেলে রয়েছে সে। সেই অপহরণ মামলাতেই এরপর ২০১২ সালে নূর মহম্মদ, জালালউদ্দিন মোল্লা, মিজানুর রহমান, মজ্জামাল শেখ, আখতার হোসেন,  ঈশক আহমেদ, আরশাদ খান, তারিক মাহমুদ ওরফে নঈম গ্রেফতার হয়। এদের মধ্যে ৪ জন পাকিস্তানের। আলিপুর কোর্টের নির্দেশে ২০১৭ সালে ধৃতদের সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

আরও পড়ুন, UP man gets wife married to her lover: WATCH | ‘তুমি যাও, বাচ্চাদের আমি দেখে রাখব…’ প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী! চোখে জল স্ত্রীর…

২০০১ সালে তিলজলার সিএনরায় রোড থেকে খাদিম কর্তা পার্থ রায়বর্মণকে অপহরণ করা হয়েছিল। তদন্তে নেমে এই ঘটনার পিছনে সিআইডি একটি আন্তর্জাতিক অপরাধচক্রের হদিশ পায়। মূলচক্রী হিসেবে আফতাব আনসারি ও তার সঙ্গীদের গ্রেফতার করে। ২০০৯ সালে আফতাব আনসারি, আকিব আলি, আবদুর রহমান কুঞ্জি, শওকত ওরফে আসাবুদ্দিন এবং হ্যাপি সিং-এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। এরপর ২০১৭ সালে দ্বিতীয় পর্যায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে মুক্তির কিছুদিন আগে ২০২৪ সালে জেলেই মৃত্যু হয় এক বন্দির। প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন মিজানুর রহমান সর্দার। জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিল সে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, সেখানে মৃত্যু হয় তার। 

আরও পড়ুন, Gwalior Shocker: ‘১২ বছর ধরে চলছে পরকীয়া! আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে যায়’, বিস্ফোরক দাবি স্বামীর! রহস্য গোয়ালিয়রে…

আরও পড়ুন, TCS Manager Manav Sharma Suicide Case: মানব শর্মার মৃত্যুতদন্তে নয়া মোড়! ‘শুধু প্রেম নয়, আমি শুয়েওছি…’ সেই স্ত্রীর নামে এবার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *