জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড ভাইজান যে ফ্যাশন ফ্রিক একথা এতদিনে অনুরাগীরা বিলক্ষণ জানেন। কেবল বক্স অফিসই কাঁপান তা নয়, সলমান খান (Salman Khan) তাক লাগিয়ে দেন ফ্যাশন ফিল্ডেও। তার পরবর্তী ছলি সিকন্দর (sikandar) ছবির প্রচারে এবার নজর কাড়ল সলমানের রিস্টওয়াচ। রাম মন্দিরের অনুপ্রেরণায় ঘড়ি। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার দাম শুনলে চোখ কপালে উঠবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
বলিউড সুপারস্টারকে জ্যাকব অ্যান্ড কোং এপিক এক্স রাম জন্মভূমি টাইটানিয়ামের দ্বিতীয় সংস্করণ পরে থাকতে দেখা গিয়েছে। সেই ঘড়ি দাম ৩৪ লক্ষ টাকা। আকর্ষণীয় নকশা এবং জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু তাই বলে সলমানের হাতে রাম মন্দিরের নকশার ঘড়ি। নাক কুঁচকোতে ছাড়ছেন না সমালোচকরা।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ- যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমান-সহ রামমন্দিরের বিশেষ প্রতীক রয়েছে। ইথোস ওয়াচেসের সঙ্গে অংশীদারিত্বে তৈরি সীমিত সংস্করণের এই ঘড়িটি ডায়াল এবং বেজেল উভয় ক্ষেত্রেই রাম জন্মভূমি মন্দিরের স্থাপত্যের মহিমাকে সুন্দরভাবে প্রদর্শন করে।
নীলরঙের ঘড়িটির ডায়াল তৈরি হয়েছে ভারতীয় জাতীয় পতাকার রঙে। এবং তারই একপাশে রয়েছে সলমানের এস.কে লেখা সাক্ষর। এই ঘড়িও সলমানের হাত ধরেই লঞ্চ করল কোম্পানি। প্রসঙ্গত, ইদে মুক্তি পাওয়া এই সিকন্দর ছবিটির পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। আর এটির প্রযোজনা করেছে সলমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। ছবিতে সলমান খানের নায়িকা হিসাবে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে।
আরও পড়ুন, Actor Prabhas’s Marriage Speculation: ‘বাহুবলী’ আর ব্যাচেলর নন? শিল্পপতির মেয়েকেই তাহলে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)