Vinesh Phogat | Nayab Singh Saini: ‘সরকারি চাকরি, ৪ কোটি টাকা…’, ভিনেশ ফোগাটকে ফের স্বীকৃতির আশ্বাস বিজেপি সরকারের!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি (Nayab Singh Saini) মঙ্গলবার ঘোষণা করেছেন যে, তাঁর রাজ্যের অন্যতম সেরা ক্রীড়াবিদ ভিনেশের সম্মান কখনও কমতে দেবেন না এবং তার মন্ত্রিসভা প্যারিস গেমসের কুস্তিগীর ভিনেশ ফোগাটকে হরিয়ানার ক্রীড়া নীতিতে বর্ণিত অলিম্পিক রৌপ্যপদক বিজয়ীর সমতুল্য সুবিধা প্রদান করবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সাইনি বলেন যে তিনি “হরিয়ানার মেয়ে” ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্যারিসে তার পারফরম্যান্সের জন্য কুস্তিগীর তথা কংগ্রেস বিধায়ককে পুরস্কৃত করা হবে বলে এবং তার পূর্বের প্রতিশ্রুতি পূরণ করা হবে।
হরিয়ানা মন্ত্রিসভা কংগ্রেস বিধায়ক এবং কুস্তিগীর ভিনেশ ফোগাটকে রাজ্যের ক্রীড়া নীতির অধীনে একটি বিশেষ ক্ষেত্রে রৌপ্য পদকজয়ী খেলোয়াড়ের সমতুল্য সুবিধা পাওয়ার বিকল্প দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্রীড়া নীতি কী অফার করে। কেন কুস্তিগীর ভিনেশ ফোগাট অলিম্পিক রৌপ্যপদক বিজয়ীর সুবিধা পাবেন?
রাজ্য ক্রীড়া নীতি অনুযায়ী অলিম্পিক রৌপ্যপদক জয়ীকে তিনটি সুবিধা দেওয়া হয়: ৪ কোটি টাকা নগদ পুরস্কার, গ্রুপ ‘এ’-এর অধীনে একজন অসাধারণ ক্রীড়া ব্যক্তিত্ব (ওএসপি) চাকরি এবং হরিয়ানা শেহরি বিকাশ কর্তৃপক্ষ (এইচএসভিপি) তরফে একটি প্লট বরাদ্দ। 

ভিনেশ ফোগাট বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করার পর, মুখ্যমন্ত্রী সাইনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “যেহেতু ভিনেশ ফোগাট এখন একজন বিধায়ক, তাই তিনি কোন কোন সুবিধা পেতে চান, মন্ত্রিসভা তা জানার চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পদ্ধতিগত সিদ্ধান্তের মাধ্যমে ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে তিনি টুইট করেছিলেন যে তিনি হরিয়ানার গর্ব ভিনেশ ফোগাটের সম্মানকে হ্রাস করতে দেবেন না।” তিনি ফোগাটকে হরিয়ানার মেয়ে উল্লেখ করে বলেন। ফোগাট প্যারিস অলিম্পিকের ৫০ কেজি ওজন শ্রেণীর ফাইনালে উঠেছিলেন। ৭ আগস্ট, ২০২৪ তারিখে তার খেলার ঠিক আগে, তাকে ১০০ গ্রামের বেশি ওজনের পাওয়া যায়, যা ৫০ কেজিরও বেশি। ৬ আগস্ট প্রথম ওজনের সময়, তার ওজন ছিল ৪৯.৯ কেজি। অলিম্পিকে, একজন খেলোয়াড়কে তার ওজন শ্রেণীর মধ্যে থাকতে হয়। কয়েক গ্রাম বেশি ওজনের কারণে অযোগ্য ঘোষণা করা হয়।

“রাতভর দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন ৫০ কেজির চেয়ে কয়েক গ্রাম বেশি হয়ে গেছে। দুঃখের সাথে জানাচ্ছি যে ভারতীয় দলটি ৫০ কেজি মহিলা কুস্তি বিভাগে ভিনেশ ফোগাটের অযোগ্যতার খবর শেয়ার করছে,”এই মুহূর্তে দলটির পক্ষ থেকে আর কোনও মন্তব্য করা হবে না। ভারতীয় দল আপনাকে ভিনেশের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছে।” 
৭ আগস্ট, ২০২৪ তারিখে, সিএম নায়াব সিং সাইনি হিন্দিতে এক্স হ্যান্ডেলে লেখেন, “ভিনেশ, তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। তোমার অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভা দিয়ে, তুমি অলিম্পিক মঞ্চে ভারতকে গর্বিত করেছ। আজকের সিদ্ধান্ত প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। হরিয়ানা সহ সমগ্র জাতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। তুমি অসীম সাহসের সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছ। আমাদের কন্যার উপর আমাদের পূর্ণ বিশ্বাস যে তুমি সমস্ত বাধা অতিক্রম করবে। ভারতের গর্ব, আমাদের কন্যা, ভিনেশ ফোগাট।”

পরের দিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “শুধু রাজ্য নয়, পুরো দেশ ভিনেশ ফোগাটের জন্য গর্বিত। ভিনেশ ফোগাট সরকারের কাছ থেকে একজন রৌপ্য পদকপ্রাপ্তকে প্রদত্ত সমস্ত সুযোগ-সুবিধা পাবে।” ৮ আগস্ট, ২০২৪ তারিখে, তিনি কুস্তি থেকে অবসর ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে, তিনি কংগ্রেসে যোগ দেন এবং জুলানা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৬,০০০ এরও বেশি ভোটে জয়ী হন।

হরিয়ানা বিধানসভার চলমান বাজেট অধিবেশনের সময়, তিনি তৎকালীন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি এবং প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তার সংগ্রামের কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রীকে রৌপ্যপদক বিজয়ীর সুবিধা প্রদানের প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন। এরপর সাইনি তাকে আশ্বস্ত করেন এবং মঙ্গলবার মন্ত্রিসভা তাকে বিশেষ মামলা হিসেবে এই সুবিধা প্রদানের অনুমোদন দেয়। হরিয়ানা সরকার অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীদের  ৬ কোটি টাকা, রৌপ্য পদক বিজয়ীদের ৪ কোটি টাকা এবং ব্রোঞ্জ পদক বিজয়ীদের ২.৫ কোটি টাকা করে প্রদান করে। এছাড়াও, রাজ্যের সকল অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হয়।

আরও পড়ুন:  বিশ্বকাপে কোয়ালিফাই করেও কেন ইরান অনিশ্চিত? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তেই…

আরও পড়ুন: এশিয়াডজয়ী স্বামী পুরুষদের প্রতি চরম আকৃষ্ট! বিশ্বচ্যাম্পিয়ন স্ত্রী ভিডিয়ো হাতে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *