রবিবারও তাপপ্রবাহ? গরম কি ক্রমশ বাড়তে থাকবে? বৃষ্টি কি আদৌ হবে?। heat wave sunday remain hot hot day situation prevail in bengal weather update Bengal weather forecast weather Today Kolkata weather


অয়ন ঘোষাল: এসে গেল আজ বিকেলের আবহাওয়া। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী জানালেন তিনি? শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। ১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আজ, শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়। আগামীকাল, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। ‘হট ডে’ বা গরম দিনের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী তিন চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ, আগামী ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।

আরও পড়ুন- Shani Gochar 2025: ৩০ বছর পরে মীনে শনি! মহা সৌভাগ্যের সূচনা হতে চলেছে এই কয়েকটি রাশির জীবনে, আসছে দারুণ সুসময়…

আরও পড়ুন- Moon Sighting | Eid 2025: কবে কখন দেখা যাবে ঈদের চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? আর বাংলাদেশে?

আজ, শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। আগামীকাল রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। আগামীকাল দার্জিলিং ও কালীমন্দিরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *