কিরণ মান্না: কাঁথি কৃষি গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত এলাকা। শুভেন্দু অধিকারীর খাসতালুকের এই নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা। বিজেপির কর্মীদের বুথ ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রামনগরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছেন অখিল গিরি।
রামনগর কলেজে ভোট কেন্দ্র অখিল গিরিকে হেনস্তার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। ধাক্কাধাক্কি তে অখিল গিরি অসুস্থ হয়ে পড়েন। হাতে আঘাত পেলে তাকে বরফ দেওয়া হয়। এনিয়ে উত্তেজনা ছড়াল অখিল অনুগামীদের মধ্যে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
অভিযোগ, আধারকার্ড বা নথির জেরক্স নিয়ে ঢুকতে গিয়েছিল ভোটাররা,পুলিস জেরক্স কপি উপযুক্ত নথি নয় বলে তাদেরকে বাধা দিয়েছে ভোট দিতে। অখিল গিরি সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন। তাতে পুলিসের সাথে অখিল গিরির বচসা বাধে। অখিল গিরি বলছেন ব্যাংক থেকে ভোটারদের কার প্রোভাইড করা হয়েছে এবং জেরক্স কপি নিয়ে এর আগে অনেকে ভোট দিয়েছে। এরপর পুলিসের সাথে তুমূল বচসা বাধে অখিল গিরিকে পুলিশ ধাক্কা দিয়েছে বলে অভিযোগ। এতে অখিল গিরি আহত হন। রামনগরে ভোটকেন্দ্রের সামনে অখিল অনুগামীদের বিক্ষোভ আসলে প্রচুর পুলিস মোতায়েন করা হয়।
আরও পড়ুন-হুলুস্থুল কাণ্ড! জনবহুল এলাকায় উদ্ধার ১১ ফুটের বিষধর, তটস্থ এলাকাবাসী…
আরও পড়ুন-জেলবন্দি মাদক পাচারকারী স্বামী, অভিনব কায়দায় সিম কার্ড পৌঁছে দিতে গিয়ে পাকড়াও স্ত্রী
অখিল গিরির সংবাদমাধ্য়মে বলেন, এই যে পুলিসের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে। ওকে ভোট দিতে দিচ্ছে না।
ওই ঘটনা নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, সম্প্রতি দিল্লিতে ভোট হয়েছে। বিজেপি জিতেছে। ঝাড়খণ্ডে ভোটে বিজেপি হেরেছে। কোথাও কি দেখেছেন এরকম কোনও গোলমাল হয়েছে? এটা পশ্চিমবঙ্গের দস্তুর কেন হয়ে যাচ্ছে যে ভোট হলেই লুটতরাজ, গোলমাল, রাহাজানি, জবরদখল হচ্ছে। কোথাও পুলিস যুক্ত, কোথাও শাসকদলের কর্মীরা জড়িত। এর থেকে মুক্তি পেতে গেলে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিদেয় করতে হবে। আসলে অখিল গিরি ওখানে ভোট লুট করতে গিয়েছিলেন। খোঁজ নিয়ে দেখুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)