অয়ন ঘোষাল: শুক্রবারের তীব্র গরম শনিবার তীব্রতর। কলকাতায় শুক্রবার প্রায় ৩৮ ডিগ্রি ছুঁই ছুঁই ছিল পারদ। শনিবার ৩৮ পেরিয়ে যেতে পারে পারদ। পশ্চিমের জেলায় পারদ ৪০-এর কোঠায়। খাতায় কলমে না হলেও কার্যত তাপপ্রবাহের মতো অনুভূতি। জেলায় জেলায় হট ডে পরিস্থিতি। ন্যূনতম বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণে। শনিবার হট ডে পরিস্থিতি দক্ষিণের প্রায় সব জেলাতে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দক্ষিণে তীব্র দহন জ্বালা। উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাতে দাবদাহ বেশি হবে। জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কোথাও ৩ কোথাও ৪ ডিগ্রি বেশি। শনিবার ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলা গুলিতে গরম অনেকটাই বাড়বে। হট ডে পরিস্থিতি। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি থাকবে।উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি। আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিন জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিংপং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবারে দার্জিলিংয়ের হালকা বৃষ্টি সম্ভাবনা। কলকাতায় সকাল ৯ টার পর নির্দয় রোদ। ১২ টা থেকে অসহনীয় পরিস্থিতি। বেলা ৩ টে পর্যন্ত শুষ্ক উষ্ণ লু এর মতো হলকা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে আগামী ৪৮ ঘণ্টায়।
রাতের তাপমাত্রা বেড়ে ২৬.৪ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ২৭ থেকে ৯২ শতাংশ। আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও রাজ্যের ৭ জেলায় আজ তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি- দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। রাজ্যের ৭ জেলায় আজ হট ডে- কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান।
আরও পড়ুন, Durgapur Shocker: ছোটবেলা থেকে প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠা, সুযোগ পেতেই আসল রূপ দেখাল পালিত কন্যা
আরও পড়ুন, Malbazar: হুলুস্থুল কাণ্ড! জনবহুল এলাকায় উদ্ধার ১১ ফুটের বিষধর, তটস্থ এলাকাবাসী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)