জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ানণের (Shruthi Narayanan) ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে শ্যুট করা হয়েছে। কাস্টিং কাউচের (Casting Couch) ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর নীরব ছিলেন শ্রুতি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
শ্রুতি বলেন, “এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কিছু মানুষের কাছে কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরও খারাপ করে তুলছেন।”
আরও পড়ুন-Dona Ganguly: এবার লন্ডনে ডোনার বসন্ত উৎসব, উদ্যোগে ভারতীয় হাইকমিশন…
অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে শ্রুতি বলেন, “আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সবকিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তারপরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।”
আরও পড়ুন- Ratul-Isha: কলকাতার আতিথেয়তার গল্প বড়পর্দায়! ২৫ বছর পর অভিনয়ে রাতুল, জুটিতে ইশা…
প্রসঙ্গত, তামিল টিভি সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রুতি। ‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)