Krishnanagar: জেলবন্দি মাদক পাচারকারী স্বামী, অভিনব কায়দায় সিম কার্ড পৌঁছে দিতে গিয়ে পাকড়াও স্ত্রী


অনুপ দাস: মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। তাকে সিম কার্ড পৌঁছে দিতে এসে পাকড়াও স্ত্রী। জেলে বসেই মাদকের কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। এমনটাই জানা যাচ্ছে।

কীভাবে সিম কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা? পুলিস সূত্রে জানা যাচ্ছে একেবারে সিনেমার কায়দায় স্বামীর কাছে সিম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল স্ত্রী। বাড়ি থেকে খাবার এনেছিলেন স্বামীর জন্য। সেই খাবারের সঙ্গে ছিল পেঁয়াজ।  আর সেই পেঁয়াজের খোসার ভেতরে সূক্ষ্ম কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিম কার্ড।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আরও পড়ুন-হুলুস্থুল কাণ্ড! জনবহুল এলাকায় উদ্ধার ১১ ফুটের বিষধর, তটস্থ এলাকাবাসী…

এতকিছু করেও অবশ্য শেষরক্ষা হয়নি। স্বামীর কাছে ওই সিম পৌঁছে যাওয়ার আগেই ধরা পড়ে গেল কারারক্ষীদের হাতে। উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।

আরও পড়ুন-মায়ানমারের ভূমিকম্পে মৃত ৬৯৪, আজ ফের কম্পন, ক্ষয়ক্ষতির অবস্থা জানুন ৮ পয়েন্টে
 
পুলিস সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি। বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে যান। পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি। খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালী থানার পুলিস তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *