Mumbai Indians IPL 2025: ভারতীয় দলের ৩ তারকার ভয়ংকর ষড়যন্ত্র; রাতের আঁধারে পাঁজাকোলা করে জলে ফেললেন কাকে?


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হতে পারে আইপিএলের ১০ দল একটি নির্দিষ্ট টার্গেট নিয়েই মাঠে নামে, সেটা হল খেতাব জিতে চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু খেলার বাইরেও থাকে এক নিছক হাসি-ঠাট্টা মজার দুনিয়া। যেখানে দেশ-বিদেশের ক্রিকেটাররা একই সুরে গলা মিলিয়ে নির্ভেজাল আনন্দের গান ধরে। সম্প্রতি পাঁচবারের চ্যাম্পিয়ন টিম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তেমনই এক মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

মুম্বইয়ের রোহিত শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব মিলে এক ষড়যন্ত্র করেন। রাতের অন্ধকারে, টিম হোটেলের সুইমিং পুলের পাড়ে, তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের অ্যাডমিনকে পাঁজাকোলা করে জলে ফেলে দেন। এই ভিডিয়ো নেটপাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই মুম্বই তাদের এবারের আইপিএল অভিযান শুরু করেছে। শনিবার মুম্বই আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে। দেখা যাক পাঁচদিন পর মুম্বই জয়ের মুখ দেখে কিনা! 

মুম্বই গত মরসুমে ১০ নম্বরে লিগ শেষ করেছিল! সবার আগে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াদের। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি অতীতের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া। চেন্নাইয়ের বিরুদ্ধে ছিলেন না অধিনায়ক হার্দিক। গত আইপিএলের শাস্তি ভোগ করতে হচ্ছে নিয়মিত অধিনায়ককে! 

চব্বিশের আইপিএলে মুম্বইয়ের গ্রুপ পর্যায়ের শেষ খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার টিমের বিরুদ্ধে মুম্বইয়ের মন্থর ওভার রেটের দায় হার্দিকের ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই নিয়ে তৃতীয়বার একই মরসুমে একই ভুল করেছিল মুম্বই। যার ফলে হার্দিক এক ম্যাচ নির্বাসিত হয়েছেন। গুজরাতের বিরুদ্ধে হার্দিকই নেতা। তবে এদিনও নেই জসপ্রীত বুমরা।

পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন বুমরা। এপ্রিলের আগে নাকি বুমরার পক্ষে মাঠে নামা সম্ভব হবে না বলেই এক প্রথমসারির স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট। সেখানে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘বুমরাহ ঠিক ক’ম্যাচ মিস করবেন তা এখনই বলা যাচ্ছে না, তাঁর ফেরার নির্দিষ্ট তারিখও নিশ্চিত করা যাচ্ছে না।’ সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে বুমরা পিঠে চোট পেয়েছিলেন। তখন থেকেই তিনি খেলার বাইরে। চলছে ফেরার লড়াই। বেঙ্গালুরুর বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স ছাড়পত্র দিলেই বুমরা নামতে পারবেন মাঠে। 

আগামী ৩১ মার্চ হার্দিকরা মরসুমের প্রথম ঘরের ম্যাচ খেলবেন কেকেআরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে। ৭ এপ্রিল আরসিবি-র বিরুদ্ধে এমআই ফের খেলবে ওয়াংখেড়েতে। এবার দেখার কবে বুমরা ফেরেন। বুমরা না খেললেও হার্দিকের কাছে বিকল্প হিসেবে থাকবে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, রিস টপলে, করবিন বোশ, অর্জুন তেন্ডুলকর, সত্যনারায়ণ রাজু, অশ্বনী কুমার, পাশাপাশি অলরাউন্ডার হার্দিক নিজে তো আছেনই। রয়েছেন রাজ অঙ্গদ বাওয়া।

আরও পড়ুন: ‘চেন্নাইয়ের কারও সাহসই নেই ধোনিকে…’! ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন সতীর্থ মনোজ

আরও পড়ুন: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *