অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গের চার জেলায় আজ রবিবার মৃদু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। উষ্ণতায় কাটবে ঈদের দিনও। হট-ডে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা তেমন কমবে না। দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আজ, রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সিস্টেম
অক্ষরেখা রয়েছে ওড়িশা থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ুর উপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায়। ছত্তীসগঢ় এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে।
দক্ষিণবঙ্গে
রবিবারও মৃদু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের চার জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। হট-ডে পরিস্থিতি পশ্চিমের সব জেলাতেই। সেখানে গরম অনেকটাই বেশি অনুভূত হবে।
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। আজ রবিবার ও আগামীকাল, সোমবার একই রকম থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়। আপাতত দুদিন স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। উষ্ণতায় কাটবে ঈদের দিনও। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে
আজ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা।
আরও পড়ুন- Moon Sighting | Eid 2025: কবে কখন দেখা যাবে ঈদের চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? আর বাংলাদেশে?
আরও পড়ুন- Horoscope Today: মেষের অর্থ, বৃষের তীর্থযাত্রা, মিথুনের সঞ্চয়! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…
কলকাতায়
সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। বেলা বাড়লে তীব্র গরম। সূর্যের প্রখর তাপে দাবদাহের অবস্থা। রাস্তায় বেরোনো কঠিন। মূলত পরিষ্কার আকাশ। গরমের অস্বস্তি দিনে ও রাতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯১ শতাংশ।
ভিনরাজ্যে
ওড়িশায় তাপপ্রবাহের সতর্কবার্তা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাট এলাকায়। এছাড়াও আসাম মেঘালয় ত্রিপুরাতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং কর্নাটক এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)