জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘রাজ্যে শিক্ষা, শিল্প সব জেলে’। ছাব্বিশে এবার বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। তাঁর সাফ কথা, ‘যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্ম রক্ষার কথা বলবে, যে দল, যে দল সংস্কৃতি কথা বলবে, সেই দলকে আমরা ভোট দিতে বলব’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
চাব্বিশের লোকসভা ভোটে আরামবাগে লোকসভার কেন্দ্রের কামারপুকুরে নির্বাচনী জনসভায় এই কার্তিক মহারাজকেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, লেছিলেন, ‘সব সাধু তো সমান হন না! সব স্বজন সমান হয় না’। এরপর কার্তিক মহারাজের নাম করেই অভিযোগ, তিনি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না বলেছেন’!
আজ, রবিবার রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে সেই কার্তিক মহারাজ বলেন, ‘রাজ্যে একটা শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতরটাই জেলে। রাজ্যে খাদ্য দফতরটাই জেলে। শিক্ষা ব্যবস্থা কী অবস্থা হয়েছে! চিন্তা করবেন না’? তাঁর কথায়, ‘বাংলার শিল্প কোথায় গেল? সাহিত্য কোথায় গেল? শিক্ষা কোথায় গেল? খাদ্য কোথায় গেল? সেটা বিচার্য নয়। আমার বিচার্য যখন ফিরহাদ হাকিম একথা বলছে, হুমায়ুন কবীর একথা বলছে, যখন সিদ্দিকুল্লা একথা বলছে, তখন সন্ন্যাসী হয়েও আমি রাস্তায় নেমেছি। কারণ আমার ধর্ম, আমরা সংস্কৃতি, আমার সমাজ, আমরা দেশ এরসঙ্গে যুক্ত রয়েছে’।
মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল বিধায়কের পাল্টা কটাক্ষ, ‘কার্তিক মহারাজও স্বপ্ন দেখছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেমন যোগী আদিত্যনাথ হয়েছেন। সাধু পোশাক খুলে সাধারণ পোশাক পরে আপনি রাজ্যের বিজেপির সভাপতি হয়ে যান’। সঙ্গে চ্যালেঞ্জ, ‘আপনি যে আসনে লড়বেন, আপনাকে এখানকার মানুষ উপযুক্ত শিক্ষা দেবে’।
এদিকে কার্তিক মহারাজকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, ‘যেকোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের উচিত পরিবর্তনের ডাক দেওয়া। কার্তিক মহারাজ সেই সাহস দেখিয়েছেন, বলে তাঁকে ধন্যবাদ জানাই। পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন হলেই বাংলা বাঁচবে। বাংলায় হিন্দুদের অস্তিত্ব বিপন্ন’।
আরও পড়ুন: Bengal Weather Update: বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই, তাপপ্রবাহই চলবে! সোম থেকে কি গরম আরও বাড়বে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)