শিশুর সারা গায়ে সিঁদুর! ঘোর অমাবস্যার রাতে তান্ত্রিক তাকে দেবীর কাছে বলি দেওয়ার…।Child Oblation Tradition in Tantra a case detected in garbeta west midnapur accused held by police the child rescued


চম্পক দত্ত: দুধের শিশুকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগে পুলিস বেশ কয়েকজনকে আটকও করেছে।

ঠিক কোথায়, কী ঘটেছে? কার বিরুদ্ধে অভিযোগ?

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সারগা গ্রামের এক শিশুকে শনিবার অমাবস্যার দিন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চক্রান্ত করেছিল রনজিত রুইদাস নামে ওই শিশুদেরই প্রতিবেশী এক ব্যক্তি। এই অভিযোগে প্রতিবেশী ওই ব্যক্তি-সহ তার পরিবারের পাঁচজনকে আটক করে পুলিস।

অভিযোগ, সরগা গ্রামের এক মা তাঁর দুধের শিশুকে বাড়িতে ঘুম পাড়িয়ে একটু বেরোন। তবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে আসেন তিনি। কিন্তু এসে বাচ্চাকে ঘরে দেখতে পান না! কী হল? এই তো ছিল এখানে! সঙ্গে সঙ্গে তিনি শিশুর খোঁজ শুরু করে দেন। 

আরও পড়ুন-  Moon Sighting | Eid 2025: কবে কখন দেখা যাবে ঈদের চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? আর বাংলাদেশে?

আরও পড়ুন-  Horoscope Today: মেষের অর্থ, বৃষের তীর্থযাত্রা, মিথুনের সঞ্চয়! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

চারিদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাঁরই এক প্রতিবেশী দেখতে পান, দূরে কোথাও নয়, পাশের বাড়িরই একটি বন্ধ ঘরের জানালায় বাচ্চাটি বসে আছে। কাছে গিয়ে দেখা যায়, তার সারা গায়ে সিঁদুর মাখানো। কী ব্যাপার? তড়িঘড়ি তিনি শিশুটির পরিবারকে খবরটি দেন। তারপর সকলে মিলে লোকজন নিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এর পরেই তাঁরা অভিযোগের আঙুল তোলেন রঞ্জিত রুইদাস নামের ওই প্রতিবেশীর দিকে।

উল্লেখ্য, বছরখানেক আগে কামাখ্যায় গিয়ে তন্ত্রবিদ্যা শিখে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তি ওই রঞ্জিত রুইদাস। সেখান থেকে ফিরে আসার পর থেকেই তাঁর আচার-আচরণে কিছু সন্দেহজনক বিষয় খেয়াল করছিলেন গ্রামের লোকজন। তাঁরা একটু সতর্কও থাকতেন। শুধু তাই নয়, জানা যায়, গত বেশ কয়েক মাস ধরেই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন তাঁরা। এদিকে এরই মধ্যে এই ঘটনা ঘটে যায়। এর সূত্রেই শিশুটির পরিবারের লোকজন এবং প্রতিবেশীদেরও সম্মিলিত অভিযোগের ভিত্তিতে রঞ্জিত রুইদাস-সহ তার পরিবারের পাঁচজনকে তুলে নিয়ে যায় পুলিস। জানা গিয়েছে, ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *