EXPLAINED | Joydeep Karmakar: শ্যুটিংয়ে তুমুল শোরগোল; কেন জয়দীপের প্রতিষ্ঠান ছাড়ার হিড়িক? বিপাকে অলিম্পিয়ান


বিথীকা দাস: এই মুহূর্তে খবরের শিরোনামে জয়দীপ কর্মকার শ্যুটিং অ্যাকাডেমি ওরফে জেকেএসএ (JKSA)। অর্জুনজয়ী প্রাক্তন অলিম্পিয়ানের প্রতিষ্ঠান ছেড়ে অন্য এক প্রতিষ্ঠানে যোগ দেওয়ার হিড়িক পড়েছে এখন! জেকেএসএ-র পক্ষ থেকে নো অবজেকশন চাইতে গেলেই চাওয়া হচ্ছে টাকা!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বিষয়টি শ্যুটাররা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনকে (ডব্লিউবিআরএ) জানালে, বঙ্গজ সংস্থার তরফে জেকেএসএ-র সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, জয়দীপের অ্যাকাডেমি এই বিষয়ে কোনও ভ্রূক্ষেপ করেনি, বরং শ্যুটারদের জানানো হয়েছে অতিরিক্ত টাকা ছাড়া কোনও মতেই এনওসি দেওয়া হবে না। ডব্লিউবিআরএ জানতে পেরে ২৪ জন শ্যুটারকে সরাসরি নো অবজেকশন দিয়েছে। বর্তমানে তারা অন্য অন্য প্রতিষ্ঠানে অনুশীলনরত। 

mail from the academy

এখানেই শেষ নয়। দমদমে অমল দত্ত স্টেডিয়ামে, সরকারি তহবিলে একটি শ্যুটিং রেঞ্জ খোলা হয়েছিল। তার তত্ত্বাবধানে চিফ কোচ হিসেবে জয়দীপই নিযুক্ত ছিলেন। যেখানে, সম্পূর্ণ বিনামূল্যে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রেঞ্জটি তৈরি হয়েছিল। 

government notice

কয়েক মাস আগে, তদারকি কমিটির পর্যবেক্ষণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যা চমকে দেওয়ার মতো। বেসরকারি ভাবে নিজের প্রতিষ্ঠানের আর একটি শাখা খুলেছিলেন তিনি। এবং সরকারি তরফে দেওয়া কোনও প্রতিশ্রুতিই সেখানে মানা হয়নি বলে অভিযোগ। ফলত সেই পদ থেকে জয়দীপকে বরখাস্ত করা হয়। বর্তমানে চিফ কোচ পদে কেউ না থাকলেও, নতুন কমিটি গঠন করা হয়েছে। এবং কিছু শ্যুটার সেখানে বিনামূল্যে প্রশিক্ষণরত। 

এরপরই উত্তরাখণ্ডে শুরু হয় জাতীয় গেমস। কেন্দ্রীয় সরকারের নিয়মে,জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী, ইভেন্ট নির্বিশেষে, প্রথম শীর্ষে থাকা ১৫ জন এবং পরে অতিরিক্ত আরও ছ’জন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর নিরিখে ডব্লিউবিআরএ পিস্তল শ্যুটারদেরও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করে। এবং যথাক্রমে রাইফেল ও পিস্তলের টপ শ্যুটারদের পাঠাবে বলে ঠিক করে। 

quota allotment

সামগ্রিক ভাবে র‍্যাঙ্কিংয়ের বিচারে পশ্চিমবঙ্গে রাইফেল শ্যুটাররা, পিস্তল শ্যুটারদের থেকে এগিয়ে থাকে। ডব্লিউবিআরএ পিস্তল ইভেন্টেরও প্রথম সারির শ্যুটারদেদের পাঠাবে বলে নির্ধারণ করে। যাতে সব ইভেন্টের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে। এই নির্বাচনে কোনও খামতি রাখা হয়নি, কোনও নীচের দিকের র‍্যাঙ্কিংয়ে থাকা শ্যুটারদের বাড়তি সুবিধা দেওয়া হয়নি। এবং এই ব্যাপারে কোনও শ্যুটার নির্বাচন নীতি নিয়ে কোনও রকম অভিযোগ দায়ের করেনি। অলিম্পিক্সের ক্ষেত্রেও একই নিয়ম মানা হয়।

এদিকে জয়দীপ আবার তাঁর ফেসবুক পোস্টে অশালীন ভাষায়, ডব্লিউবিআরএ-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন এবং ব্যক্তিগত ভাবে কমিটির সদস্যদের হেনস্থারও চেষ্টা করেছেন। যদিও পরে তিনি সেই পোস্টগুলি ডিলিট করে দেন। কিন্তু স্ক্রিনশট থেকে যায়।

deleted facebook post

গত ১২ ফেব্রুয়ারি ডব্লিউবিআরএ তাদের কমিটি সদস্যদের অসম্মান করার অভিযোগে জয়দীপকে শো-কজ করে। যা জেকেএসএ অগ্রাহ্য করে এবং চিঠি ফিরিয়ে দেয়। এরপর গত ১৯ ফেব্রুয়ারি আরও কড়া পদক্ষেপ নেয় ডব্লিউবিআরএ, সংস্থার পক্ষে জেকেএসএ-কে সমস্ত রকমের প্রতিযোগিতা থেকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে। শর্ত দেওয়া হয় যতক্ষণ না জয়দীপ তাঁর কৃতকর্মের ব্যাখ্য়া দিচ্ছেন ততক্ষণ সেই নিষেধাজ্ঞা থাকবে। 

যদিও এই নিষেধাজ্ঞার সঙ্গে ওই প্রতিষ্ঠানের শ্যুটারদের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত ভাবে সব প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু জেকেএসএ-র প্রতিনিধিত্ব করতে পারবে না। জয়দীপ এই মুহূর্তে বাংলার বাইরে। ডব্লিউবিআরএ-র থেকে কিছু সময় চেয়ে নিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই জয়দীপ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন। অনেক সময়ে পেরিয়ে গেলেও  জয়দীপ বা তাঁর প্রতিষ্ঠান ডব্লিউবিআরএ-র সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। দেখা যাক এই জল কতদূর গড়ায়…

আরও পড়ুন: আইপিএলের মাঝেই রোহিতদের জাতীয় কর্তব্যের আপডেট, রবিতে এল অজিভূমে মহাসংগ্রামের সূচি

আরও পড়ুন: ‘দেখলাম ওর…’, সুন্দরী স্পিনারের নজরে নাইটের শরীর! আইপিএলের মাঝে কোন খেলায় দু’জন?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *