MI vs KKR | IPL 2025: সোম সন্ধ্যায় আরব সাগরের তীরে মহাসংগ্রাম, কলকাতা-মুম্বইয়ের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে?


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে, চলতি আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

চোট সারিয়ে সুনীল নারিনের প্রত্যাবর্তনে কেকেআরকে বাড়তি অক্সিজেন দেবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই নামবে অজিঙ্কা রাহানের টিম।

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই পরপর দুই ম্যাচ হেরে রীতিমতো চাপে। মরসুমের প্রথম হোম ম্যাচেই হারের হ্যাটট্রিকের আশঙ্কায় হার্দিকরা।

ওদিকে হার্দিক গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ধীর ওভার-রেটের তাঁকে জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ থেকেও নিষিদ্ধ করা হয়েছিলেন তিনি। 

অন্যদিকে, পিঠের চোটের কারণে বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার বুমরাহ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবে রয়েছেন। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি এমআইয়ের চ্যালেঞ্জগুলিকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা। এছাড়াও, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্সও হতাশাজনক। তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। শেষ ন’টি আইপিএল ইনিংসের মধ্যে ছয়টিতে এক অঙ্কের রান করেছেন। গুজরাতের বিরুদ্ধে তিনি টানা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছিলেন, মাত্র আট রান করেছিলেন। এবং মহম্মদ সিরাজের অসাধারণ ইনসুইঙ্গারে বোল্ড হয়েছিলেন।

অন্যদিকে, অসুস্থতার কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি তারকা স্পিনার নারিন। এই বিস্ফোরক ওপেনারের প্রত্যাবর্তনে কেকেআরের দলকে আরও শক্তিশালী করে তুলবে। এদিন ওয়াংখেড়েতে  নারিনকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। 

প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে ওয়াংখেড়েকে হাতের তালুর মতো চেনেনে। পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। কুইন্টন ডি ককের অপরাজিত ৯৭ রানের ইনিংসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের শেষ ম্যাচে আট উইকেটের দুর্দান্ত জয়ের, কেকেআর- এর গতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
  
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা, রায়ান রিকেল্টন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর 
ইমপ্যাক্ট প্লেয়ার: সত্যনারায়ণ রাজু 

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী

আইপিএলের ইতিহাসে এমআই এবং কেকেআর ৩৪ বার মুখোমুখি হয়েছে। ৩৪টি ম্যাচের মধ্যে কেকেআর ১১টি এবং এমআই ২৩টি ম্যাচে জিতেছে। গত মরসুমে এই দুই দলের মধ্যে দুটি ম্যাচেই কেকেআর জিতেছে।

আরও পড়ুন:  ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে হারিয়ে এটিপি শিরোপাজয়ী ১৯ বছরীয় মেনসিক

আরও পড়ুন: ‘আমিও মানুষ, ভগবান না’! ১৭ বছর পর ক্ষমা চাইলেন হরভজন, বললেন ভুল হয়েছে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *