অর্কদীপ্ত মুখোপাধ্যায়: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB IPL 2025) হাত ধরে চলতি আইপিএলের কার্টেন রেজার হয়েছিল গত ২২ মার্চ। বোধনেই ঘটেছিল বিপত্তি!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ফেন্সিং টপকে কোহলির পা ছুঁয়ে গ্রেফতার হয়েছিলেন বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। যদিও শর্তাধীন জামিনে তাঁকে ছেড়ে দেয় ব্যাঙ্কশাল কোর্ট। আর ওদিনের ঘটনা থেকেই শিক্ষা নিল ক্রিকেটের নন্দনকানন।
ভবিষ্যতে যাতে মাঠে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এবার বড় পদক্ষেপ নিল সিএবি। কলকাতা পুলিসের সঙ্গে আলোচনা করেই বাড়ানো হল ইডেনের গ্যালারি লাগোয়া ফেন্সিংয়ের উচ্চতা। গ্যালারি সাইডেও বসল জাল। কলকাতা পুলিস কিছু নির্দেশিকা দিয়েছিল সিএবিকে, তারপরেই এই উদ্যোগ নিল বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম।
চলতি মরসুমে কেকেআরের দ্বিতীয় ম্যাচে ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেদিন খেলা ছিল গুয়াহাটিতে, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেও ঠিক একই ঘটনা ঘটেছিল। স্টেডিয়ামের ফেন্সিং টপকে এক ভক্ত চলে এসেছিলেন মাঠের ভিতর। রয়্যালসের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগের পা ছুঁয়ে ফেলেন তিনি। নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আগে তিনি জড়িয়ে ধরেন রিয়ানকে!
আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, এই ঘটনা কিন্তু নতুন নয়। বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো কিংবদন্তিরা ভুক্তভোগী। তাঁদের একবার ছুঁয়ে দেখতে মাঠে বহুবার এভাবে অনাহুত অতিথিরা এসেছেন। যা স্বভাবতই চিন্তার বিষয়…
আরও পড়ুন: প্রথমবার চুক্তিতে তিন তরুণ তুর্কি, ব্রাত্যজনেরও লটারি! আর ৭ কোটি পাবেন ‘রো-কো’?
আরও পড়ুন: কার টানে সোজা ডাগআউটে বসলেন মালাইকা? মাঠেই কিংবদন্তির সঙ্গে নায়িকার অস্থির…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)