India tour of England 2025: ইসিবি-র সিদ্ধান্তে মুছবে পতৌদির স্মৃতিচিহ্ণ! রোহিতরা বিলেত যাওয়ার আগেই এবার…


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবসরের পথে পতৌদি ট্রফি। সেই ২০০৭ সাল থেকে ভারত-ইংল্যান্ডের  ঐতিহাসিক টেস্ট সিরিজ ‘পতৌদি ট্রফি’ নামে পরিচিত। তবে ১৮ বছর পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই সিরিজের নাম পরিবর্তন করতে চলছে। এই বিষয়ে পতৌদি পরিবারকে জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

পতৌদি পরিবার ভারতের ‘ক্রিকেটিং রয়্যালটি’। ইফতিখার এবং মনসুর আলি খান পতৌদির নাম ইতিহাসে সোনার হরফে লেখা আছে। পিতা-পুত্র দু’জনেই ছিলেন জাতীয় দলের অধিনায়ক, যা এরপর আর কখনও দেখা যায়নি। ইফতিখার ১৯৪৬ সালে ৩টি টেস্ট ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। ওদিকে মনসুর ১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৪০টি ম্যাচে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। ইফতিখার ১৯৩২ থেকে ১৯৩৪ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৩টি ম্যাচও খেলেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তাঁর কেরিয়ারে ৪৬টি টেস্ট ম্যাচ খেলে। মোট ২,৭৯৩ রান করেছেন তিনি। যার মধ্যে ৬টি সেঞ্চুরি এবং ১৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

পতৌদি ট্রফি সিরিজটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনসুর আলি খান পতৌদির স্মরণে খেলা হয়। মনসুর পতৌদি ২০০৭ এবং ২০১১ সালে তাঁর মৃত্যুর আগে ওভালে রাহুল দ্রাবিড় এবং অ্যান্ড্রু স্ট্রসকে ট্রফিটি উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন। মনসুরের স্ত্রী এবং কিংবদন্তি বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর ২০১৮ সালে ইংল্যান্ডকে ট্রফিটি উপহার দেন। ২০২২ সালে ড্র হওয়ার কারণে ট্রফি এখন ইংল্যান্ডে।

জুন মাসে ভারতীয় দল পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে। ইংল্যান্ড বোর্ড এই সিরিজের নাম পরিবর্তন করে আরেক কিংবদন্তির নামে রাখার পরিকল্পনা করছে। তবে সেই ক্রিকেটারের নাম এখনও জানা যায়নি। কিছুদিন আগে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা উইজডেন ট্রফির নাম বদলে রিচার্ডস-বোথাম ট্রফি করা হয়েছে। এখন ভারত-ইংল্যান্ড সিরিজের নাম যদি পরিবর্তন হয়, তাহলে দেখার কার নামে এই সিরিজের নামকরণ হবে।

আরও পড়ুন: সাগর তীরে রাতেও সূর্যের তেজ! ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি এখন…

আরও পড়ুন: কলা খেয়ে চাপ কাটিয়েছেন গ্রামের ছেলে, আইপিএল অভিষেকে ইতিহাস লেখা অশ্বিনী কে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *