Sara Ali Khan | Saif got stabbed: ‘আব্বার পিঠে ছুরি মারা হয়েছে শুনেই আমার পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল! তাহলে কি জীবন…’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমি সম্পূর্ণরূপে অসাড় হয়ে গিয়েছিলাম। আমি চুপ করে ছিলাম সারা সকাল। আমার খুব বেশি মনে পড়ছেনা এখন আর সেই ভয়ঙ্কর কালো ভোররাতের কথা… হাসপাতাল থেকে আপডেট পাওয়া পর্যন্ত, সেই ১৫-২০ মিনিট জীবনটা ভীষণ লম্বা মনে হচ্ছিল। কিন্তু আমি খুব দ্রুত স্বস্তি পেয়েছিলাম জেনে যে আব্বার বড় কিছু হয়নি…’ সম্প্রতি এক ইন্টারভিউতে কথাগুলো বলতে গিয়ে সইফ কন্যা সারা আলি খান হোঁচট খাচ্ছিলেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

 

আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক ছিল অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক!’ বিস্ফোরক মিমি চক্রবর্তী…

প্রসঙ্গত  ১৬ জানুয়ারী ২০২৫ অভিনেতা সইফ আলি খানকে বান্দ্রায় তাঁর বাড়িতে নৃশংসভাবে ছুরি মেরে হত্যার চেষ্টা করা হয়। ৫৪ বছর বয়সী এই অভিনেতার বাহু, মেরুদণ্ড এবং ঘাড়ে ছয়টি আঘাত লেগেছিল। হামলার পর তাঁকে দ্রুত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর একাধিক অস্ত্রোপচার হয় এবং ২১ জানুয়ারী তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘তুমিতো ক্লাস টেন ফেল, আমি স্নাতক!’ রেগে বলে উঠলেন পুনম… কী এমন হয়েছিল সেইদিন?

বাবা সইফ আলি খানের সঙ্গে এই ঘটনার কথা বলতে গিয়ে সারা জানান যে, সইফ মুখে হাসি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন। সইফ ঠিক এমনই। চার সন্তানের বাবা হিসেবে তাঁকে দেখাতে হয়েছিল যে তিনি ঠিক আছেন। তিনি সর্বদা একজন যোদ্ধা ছিলেন। আসলে কখনও কখনও জীবনে সাহসী থাকতে হয় এবং বলতে হয় ‘আমি ঠিক আছি- এমনটাই মনে করেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। এই ঘটনা অভিনেত্রী সারাকে বুঝতে সাহায্য করেছে যে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু খুব খারাপ হয়ে যেতে পারে। মুহুর্তে জীবন বদলে যেতে পারে। স্বস্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আসলে জীবনে কী গুরুত্বপূর্ণ তা একটা ঘটনা বুঝিয়ে দেয়।

সারাকে শেষবার স্কাই ফোর্সে বড় পর্দায় দেখা গিয়েছিল, বীর পাহাড়িয়ার বিপরীতে। তার পরবর্তী প্রজেক্ট অনুরাগ বসুর মেট্রো ইন ডিনো। ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, অনুপম খের, কঙ্কনা সেন, নীনা গুপ্তা, আলী ফজল, ফাতিমা সানা শেখ এবং পঙ্কজ ত্রিপাঠি। ছবিটি ৪ জুলাই ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *