অয়ন ঘোষাল: বুধবার থেকে হাওয়া বদল বঙ্গে। বৃষ্টি শুরু কাল থেকেই। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এতদিন স্থলভাগ থেকে জলীয় বাষ্প উল্টো খাতে বয়ে চলে যাচ্ছিল বঙ্গোপসাগরের দিকে। কিন্তু ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত বলয় অক্ষরেখার প্রাচীরে বাধা পেয়ে সেই জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে স্থলভাগে। ফলে বেড়েছে আর্দ্রতা। শুষ্ক লু এর বদলে ফের ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। তাই বৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
সিস্টেম
ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বলয় অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প গতকাল সকাল থেকেই হুহু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে। প্রায় সমান্তরাল ভাবে আরো একটি ঘুনাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে আরো বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে। ওড়িশা ঝাড়খন্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকেই।
দক্ষিণবঙ্গ
দাবদাহ থেকে সাময়িক মুক্তি। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই অনেকটা কমেছে। আরো কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি ক্রমশঃ বাড়ছে। অস্বস্তি যত বাড়বে তত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩-৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। থাকবে বজ্রপাতের আশঙ্কা। শনি এবং রবিবার উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪/৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা।
আরও পড়ুন- Newtown Murder Case: CCTV ফুটেজ দেখে তাজ্জব পুলিস, নিউটাউন খুনে চাঞ্চল্যকর মোড়…
কলকাতা
দিনের পারদ আপাতত স্থিতিশীল। তবে রাতের পারদ আগামী আরও ৪৮ ঘণ্টা কিছুটা ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার বিকেলের পর থেকে আংশিক এবং শুক্রবার সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভবনা। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যার সম্ভাব্য গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৪ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)