চিত্তরঞ্জন দাস: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় তিনজন বাইক আরোহী। এদের মধ্য়ে ২ বাইক আগোহীর মৃত্য হয়েছে। বুধবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমান থেকে দুর্গাপুরগামী রাস্তায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁকসা থানার পুলিস। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আর এক বাইক আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আরও পড়ুন-বিধাতার লিখন! চাকরিজীবনের শেষদিনেই ভয়ংকর ট্রেন দুর্ঘটনা, বাঙালি লোকো পাইলটের মর্মান্তিক পরিণতি…
প্রত্যক্ষদর্শীর বক্তব্য, একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে থাকা দুইজন আরোহীকে ধাক্কা মারে। এর পর দুইজন আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ওই ছোট গাড়িটি ফের ১০০ মিটার দূরে আরো একটি বাইকে ধাক্কা মারে। তাতে একজন আরোহী ছিল। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মৃত দুই যুবক পানাগড়ের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন-অনুমতি ছাড়াই চলছিল কারখানা-ব্যবসা! পাথরপ্রতিমায় বাজি বিপর্যয়ে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক
ঘটনার প্রত্যক্ষদর্শী রবি নায়েক বলেন, একটি গাড়ি অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে ছোট গাড়িটি অন্য একটি গাড়ির পেছনে মারে। সকাল দশটা নাগাদ এই ঘটনা ঘটে। বাইকে ২ জন ছিলেন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস এসেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)