Jalpaiguri: শিলিগুড়িতে উদ্ধার নাবালিকার মৃতদেহ! সেই ঘটনার নয়া মোড়, নেপথ্যে প্রেমিক?


নারায়ণ সিংহ রায়: শিলিগুড়ি উত্তরকন্যা কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার  হয়েছিল এক নাবালিকার মৃতদেহ। মৃত ওই নাবালিকার বয়স ১৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে তিনবাত্তি মোরে খেতে বেড়িয়ে ছিল। তবে অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার কারণে চিন্তা গ্রস্তহয় পরিবারের লোকজন, শুরু হয় মেয়ের খোঁজ। পুলিস সূত্রে জানা যায়, পরিবারের তরফ থেকে নাবালিকার প্রেমিককে ফোন করা হয়  এবং মেয়ের ব্যাপারে জানতে চাওয়া হয়ে। প্রেমিক জানায় নাবালিকার অবস্থা আশঙ্কা জনক। পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। তারপর সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এবার সেই নাবালিকা খুনে  আসল চাঞ্চল্যকর তথ্য, প্রেমিকের বাড়িতেই নাকি খুন হন নাবালিকা। উত্তরকন্যার পাশের ঝোপ জঙ্গল থেকে নাবালিকার অচৈতন্য দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। ঘটনার পরই পুলিস দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি পরিলক্ষিত হলে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনের মধ্যে একজন নাবালক। অন্যজন নাবালিকার প্রেমিক। ধৃত দুজনকে আদালতে পেশ করার পর পুলিসি হেফাজতের পর তাদের পুনরায় জিজ্ঞাসবাদ করে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিস। অন্যদিকে ফরেনসিক দল অভিযুক্তের বাড়ি থেকে উত্তরকন্যার পাশের জঙ্গলে অনুসন্ধান চালাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাবালিকার ময়নাতদন্তের ভিডিও করা হবে।

যদিও স্থানীয়দের বক্তব্য একেবারে বিপরীত। এলাকাবাসী জানান, “প্রেমিক নেশায় আসক্ত থাকে। মেয়েটির অবাধ যাতায়াত ছিল ছেলেটির বাড়িতে। এর আগে আমরা মেয়েটিকে আটকে তার বাড়িতে খবর দিই। গতকাল প্রেমিক মেয়েটিকে এক প্রকার টেনেহিঁচড়ে বাড়ি থাকে অচৈতন্য অবস্থায় বের করেন। আমরা তখনই জিজ্ঞেসকরি বলি মেয়েটির কী হয়েছে। সে জানায় , মেয়েটি নাকি নেশা করেছে। এরপর তাকে গাড়িতে করে অন্যত্র নিয়ে যায়। কিন্তু মেয়েটিকে যে অবস্থায় বের করছিল তখনই বোঝা যাচ্ছিল সে মৃত।” যদিও বা নাবালিকার মা জানান, “আমরা এই ছেলের শাস্তি চাই। আমারা জানতাম ওই ছেলেটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিন্তু এমন হবে তা ভাবতে পারিনি। আমাকে জানানো হয় উত্তরকন্যার পাশের জঙ্গল থেকে পাওয়া গিয়েছে। আমরা দোষীর উপযুক্ত শাস্তি চাই।”

ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, “দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন নাবালক। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদ করা হবে। ইতিমধ্যে তারা যা জানিয়েছে তার মধ্যে একাধিক অসংগতি রয়েছে। ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে। অন্যদিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হবে ময়নাতদন্তের।” পুলিস সুত্রে খবর , উত্তরকন্যার পাশের জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধার এগুলো সবটাই ভুয়ো ঘটনা রটনার চেষ্টা। পুলিসের অনুমান প্রেমিক নিজের বাড়িতেই খুন করে নাবালিকাকে। সেটা ঢাকতেই এই গল্প তৈরি করে৷ নাবালিকার গলায় দাগ রয়েছে। আঁচড়ের চিহ্ন রয়েছে ছেলেটির শরীরেও।

আরও পড়ুন: চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারল বাইককে, ঘটনাস্থলেই নিহত ২

আরও পড়ুন: অনুমতি ছাড়াই চলছিল কারখানা-ব্যবসা! পাথরপ্রতিমায় বাজি বিপর্যয়ে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *