জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিলের (IPL 2025) মাঝপথেই বিরাট ধাক্কা খেলে শুভমন গিলের (Shubman Gill) গুজরাত টাইটান্স (Gujarat Titans)! ২০২২ সালের চ্যাম্পিয়নরা হারালেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাডাকে ( Kagiso Rabada)!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
গুজরাতের জার্সিতে প্রথম দু’ম্যাচ খেলে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন রাবাদা! গুজরাত বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গুজরাত টাইটান্সের পেসার কাগিসো রাবাদা কিছু ব্যক্তিগত কারণে, আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার এই আন্তর্জাতিক খেলোয়াড় আইপিএল ২০২৫-এ গুজরাত টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন।’
গুজরাতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে, কবে রাবাদা ফিরবেন বা আদৌ তিনি আর আইপিএলে ফিরবেন কিনা!রাবাডা তাঁর খেলা দুই ম্যাচে নির্দিষ্ট কোটার পুরো ওভার বল করেছিলেন। ডানহাতি জোরে বোলার ৮৩ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন। গুজরাত আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে রাবাডাকে পায়নি। টসের সময়ে শুভমন জানান যে, রাবাডা নেই। শুভমানই বলে দিয়েছিলেন যে, ব্যক্তিগত কারণে রাবাদা দলের অংশ হতে পারেননি। আর ম্যাচের ঠিক একদিন পরেই জিটি রাবাডার চলে যাওয়ার
সরকারি বিবৃতি দিয়ে দিল।
রাবাডার বদলে গুজরাত, অলরাউন্ডার আরশাদ খানকে দলে এনেছিল, যিনি বিরাট কোহলিকে আউট করেছিলেন এবং মাত্র তিন বিদেশি খেলোয়াড়কে গুজরাত মাঠে নামিয়ে ছিলেন। খেলেন জস বাটলার, রশিদ খান এবং শেরফানে রাদারফোর্ড, যিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিলেন। গুজরাত ১৩ বল হাতে রেখে বেঙ্গালুরুকে আট উইকেটে হারিয়েছে।
গুজরাতের অন্যান্য বিদেশি বিকল্পরা হলেন নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস, যিনি এখনও কোনও ম্যাচ খেলেননি। রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি, যিনি এখনও খেলেননি এবং সম্পূর্ণ ফিট নাও হতে পারেন। জিটি বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে, তাদের প্রথম তিন ম্যাচে দুটি জয় এবং একটি হার। গুজরাতের পরের ম্যাচ ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রাবাডার না থাকা নিঃসন্দেহে বিরাট ধাক্কার। সবরকমের ক্রিকেট মিলিয়ে রাবাডা ১৪৩৫ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: বোর্ডের মহার্ঘ কেন্দ্রীয় চুক্তি কী? বিশদে জানুন গ্রেড-বেতন-সুবিধা, জলের মতো বুঝুন
আরও পড়ুন: আইপিএলের মাঝেই দলবদল! সূর্যকুমার ছাড়ছেন মুম্বই? বিস্ফোরক জাতীয় দলের টি-২০ অধিনায়ক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)