অয়ন ঘোষাল: উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। দমকা ঝড়ো বাতাস বইবে। দাবদাহ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে দিনভর। সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বিহার ও ছত্তীসগড় এর ওপর দিয়ে গেছে। আরো একটি পূবালী অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কোঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমীঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং আসাম এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে।
দক্ষিণবঙ্গ
মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কখনো পরিষ্কার আকাশ। উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন-বিপাকে ইউনূস সরকার! বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের ৩ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা।
আগামিকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার বৃষ্টি উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। মঙ্গলবার কলকাতা-সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গ
শুষ্ক আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো একটু বাড়বে উত্তরবঙ্গে। এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।
আরও পড়ুন-টানা ১২ ঘণ্টারও বেশি ম্যারাথন বিতর্ক, লোকসভায় মধ্যরাতে পাস ওয়াকফ বিল
কলকাতা
দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশী। আপাতত তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ।
ভিনরাজ্য
ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল মাহে কর্ণাটক। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাই কাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের সতর্কবার্তা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাট রিজিওনে। উইকেন্ডে রাজস্থান এবং গুজরাটে তাপপ্রবাহের সতর্কবার্তা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)