অবিশ্বাস্য! কলকাতার হয়ে খেলতে খেলতেই মুম্বইতে সই, নাইট তারকা এখন KKR না MI-এর?


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মরসুমে তিনি তিনি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants, LSG) জার্সিতে খেলেছিলেন। তবে নিলামের আগেই সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার ও দুরন্ত উইকেটকিপার কুইন্টন ডি কক (Quinton de Kock)। জেদ্দায় নিলাম বাজারে ডি কককে নেওয়ার জন্য রীতিমতো দরদাম করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad, SRH), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians, MI) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR)। শেষ পর্যন্ত হায়দরাবাদ-মুম্বই লড়াই ছেড়ে দেয়ে কেকেআরকে। ৩.৪ কোটি পর্যন্ত মুম্বই দাম দিয়েছিল প্রাক্তন খেলোয়াড়কে নেওয়ার, কেকেআর বাজিমাত করে ৩.৬ কোটি টাকায় নেয় ডি কককে।  

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এই মুহর্তে ডি কক খেলছেন কেকেআরের হয়ে। যারা লিগ তালিকায় পাঁচ নম্বরে। ৪ ম্যাচে ১০৩ রান করেছেন ডি কক। এখনও পর্যন্ত তাঁর সর্বাধিক রান অপরাজি ৯৭। তবে ডি কককে নিয়ে চলে এল বিরাট আপডেট। কলকাতার হয়ে খেলতে খেলতেই তিনি মুম্বইতে সই করে দিলেন। ডি কক ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সে! তবে এই দলের নাম এমআই নিউ ইয়র্ক। যারা খেলবে মেজর লিগ ক্রিকেট টি-২০ ২০২৫। মুম্বই ইন্ডিয়ান্সেরই সিস্টার ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক।

ডি কক প্রাক্তন সতীর্থ কায়রন পোলার্ড ও ট্রেন্ট বোল্টকে পাবেন সেই টিমে। থাকছেন নিকোলাস পুরান ও রশিদ খানও। এখন যদি প্রশ্ন করা হয় যে, ডি কক কেকেআরের না এমআইয়ের? উত্তর হচ্ছে- তিনি দুই দলেরই ক্রিকেটার। ডি কক আইপিএল খেলবে কেকেআরের হয়েই আর ওদিকে এমএলসি তিনি খেলবেন এমআইয়ের জার্সিতে। ভারত বাদ দিয়ে বিশ্বের যে কোনও ক্রিকেটারের কাছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের এটাই সুবিধা। তাঁরা যে কোনও দলের হয়ে বিভিন্ন সময়ে জার্সি বদলে খেলতে পারেন। তবে ভারতীয় ক্রিকেটারদের সেই সুবিধা নেই। কারণ বিসিসিআই তার চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারকে দেশের বাইরে খেলার অনুমতি দেয় না। এমনকী অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএল খেলছেন, তিনিও কিন্তু বিদেশি লিগ খেলতে পারবেন না।

আরও পড়ুন: প্রথম সক্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস, আইপিএলের সঙ্গেই এবার বিবিএলেও বিরাট!

আরও পড়ুন: ১১-র খেলায় ১২ নম্বরে ব্যাট! তাও আবার রানের বিশ্বরেকর্ড, ইতিহাসে বোলার সুফিয়ান মুকিম

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *