Khushdil Shah: এ কী কাণ্ড! মাঠের দর্শকদের মারতে ছুটছেন পাক ক্রিকেটার…হল টা কী?


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ টি-টোয়েন্টিআই ও ৩ ওডিআই ম্যাচের সিরিজ খেলতে নিউ জ়িল্যান্ডে এসেছে পাকিস্তান (Pakistan tour of New Zealand 2025)। আয়োজক দেশ ৪-১ টি টোয়েন্টি সিরিজ জিতেছে আগেই। এবার ওডিআই সিরিজে কিউয়িরা পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল। গত শনিবার মাউন্ট মাউনগানুইর বে ওভালে মিসেল ব্রেসওয়েলরা সিরিজের শেষ ও তৃতীয় ওডিআই ম্যাচে ৪৩ রানে হারিয়েছে মহম্মদ রিজওয়ানদের। আর এই ম্যাচে না খেলেও খবরের শিরোনামে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ (Khushdil Shah)!

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

নেটপাড়ায় একটি ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বছর তিরিশের খুশদিল ফেন্সিং টপকে দর্শকদের মারতে ছুটছিলেন। তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরে রাখেন, যাতে খুশদিল কোনও অপ্রীতিকর কাণ্ড ঘটাতে না পারেন! এই কাণ্ড দেখে প্রায় সকলেই অবাক হয়ে গিয়েছেন! যে কেন একজন ক্রিকেটার এভাবে দর্শকদের মারতে ছুটছেন! ঠিক কী হয়েছিল? কেন মেজাজ হারিয়ে খুশদিল মারতে চেয়েছিলেন দর্শকদের? 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার খুশদিল হয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছে যে, বে ওভালের একদল দর্শকের অশালীন মন্তব্যের কারণেই ক্রিকেটারকে উত্তেজিত করে দিয়েছিল। বোর্ড আরও জানিয়েছে যে, তাদের খেলোয়াড়দের পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে, মাঠে উপস্থিত আফগানিস্তানের সমর্থকরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।

পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘বিদেশি দর্শকরা যেভাবে আমাদের খেলোয়াড়দের প্রতি অশালীন ভাষা ব্যবহার করেছে, পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট তার তীব্র নিন্দা করছে। ম্যাচ চলাকালীন বিদেশি দর্শকরা মাঠে উপস্থিত ক্রিকেটারদের প্রতি অনুপযুক্ত মন্তব্য করেছে। পাকিস্তান বিরোধী স্লোগান উঠলে খুশদিল শাহ হস্তক্ষেপ করেন এবং দর্শকদের বিরত থাকার আহ্বান জানান। এর জবাবে আফগান দর্শকরা পশতুতে অশালীন ভাষায় কথা বলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। পাকিস্তান দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর, স্টেডিয়াম কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং দুই বিশৃঙ্খলাকারী দর্শককে মাঠ থেকে বের করে দিয়েছে।’ মোটের উপর পাকিস্তানের নিউ জ়িল্যান্ড সফরের অভিজ্ঞতা কোনও দিক থেকেই সুখকর হল না।

আরও পড়ুন: অবিশ্বাস্য! কলকাতার হয়ে খেলতে খেলতেই মুম্বইতে সই, নাইট তারকা এখন KKR না MI-এর?

আরও পড়ুন:  দু’হাতে বল করে আইপিএল ইতিহাস, কাব্যের অস্ত্রাগারে কে এই ‘সব্যসাচী’?

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *