Ram Navami 2025 | Anubrata Mandal: এই প্রথম, রামনবমীর মিছিলে হাঁটলেন অনুব্রত! Anubrata Mandal takes part in rally to celebrate Ram nabami at Bolpur


প্রসেনজিত্‍ মালাকার: দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম। রামনবমীর মিছিলেন হাঁটলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বললেন, ‘যে কৃষ্ণ, সেই রাম। রাম সবারই ভগবান’। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রামনবমীতে পথে তৃণমূলও।  এদিন বোলপুরের  চৌরাস্তা এলাকায় রামনবমী মিছিলে পা মেলালেন অনুব্রত। সঙ্গে ছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ  তৃণমূলের অন্য নেতারা। মিছিল শেষে অনুব্রত বলেন,  ‘জেলাজুড়ে মিছিল হয়েছে, কোনও অশান্তি হয়নি। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে রামনবমীতে, সবাইতে বলব রামনবমীতে ভালো থাকুন। ভালো পরিবেশ হোক, কোনও হানাহানি ঝগড়া যেন না হয়’।

এদিকে রামনবমীতে ত্রিশূল হাতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আজ, রবিবার বোলপুরের কাছেই  কসবা এলাকায় বের গ্রামে  এক অনুষ্ঠানে তাঁর হাতে এই ত্রিশূল স্থানীয় মন্দির কমিটি। কিন্তু রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে তো নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন? কাজল বলেন, রাম নবমীর অনুষ্ঠানে অস্ত্র উপহার দেওয়া হয়েছে। উত্‍সব সবার। তাই অস্ত্র নিয়ে মিছিলেও হেঁটেছি। রামনবমী উপলক্ষ্যে পুজো ও খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়। সেখানে নিজ হাতে খাবার পরিবেশন করেন কাজল শেখ।

আরও পড়ুন:  Ram Navami 2025: কল্যাণের মুখে ‘জয় শ্রীরাম’! ‘কোথা গেল গুণ্ডাটা?’, নিশানা শুভেন্দুকে..

আরও পড়ুন:  Ram Navami 2025: সম্প্রীতির রাম নবমী! মিছিলে পুষ্পবৃষ্টি, মিষ্টি খাওয়ালেন মুসলিমরা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *