ক্রমশ নষ্ট হচ্ছে সোনাঝুরির জঙ্গল? এ নিয়ে কী বলছেন পরিবেশবিদ?। forest areas of sonajhuri haat Santiniketan going to be destroyed day by day environmentalist annoyed


প্রসেনজিৎ মালাকার: দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সোনাঝুরির জঙ্গল। এই অভিযোগ তুলে পরিবেশ আদালতে যাওয়ার বার্তা দিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত।

শান্তিনিকেতনের অন্যতম পর্যটনক্ষেত্র হয়ে উঠেছে সোনাঝুরি এলাকা। আর এই সোনাঝুরি এলাকাতেই মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে সোনাঝুরির হাট। সেখানে দিন দিন বাড়ছে মানুষের ভিড়, তেমনই গড়ে উঠছে একের পর এক হোটেল-রেস্তোরাঁ। আর এর ফলেই জঞ্জালের স্তূপে পরিণত হচ্ছে সোনাঝুরি জঙ্গল-এলাকা। হারিয়ে যাচ্ছে একের পর এক গাছ। বন দফতরের তত্ত্বাবধানে থাকা এই এলাকায় সব কিছুই প্রকাশ্যে ও জনসমক্ষে ঘটলেও কার্যত সকলেই চুপ।

আরও পড়ুন- Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?

আরও পড়ুন- Ram Mandir Surya Tilak 2025: অলৌকিক কয়েক মুহূর্ত! প্রতি রামনবমীতে ঠিক বেলা ১২টায় রামমন্দিরের গর্ভগৃহে…

তিনি দাবি করলেন, এখনই যদি এসব বন্ধ না করা যায়, তাহলে ভবিষ্যতে জঞ্জালের স্তূপে পরিণত হয়ে যাবে সোনাঝুরি জঙ্গলের এলাকা। শুধু জঙ্গলের পরিবেশই নয়, একটি গাছও হয়তো আর বেঁচে থাকবে না সেখানে। সেই কারণেই পরিবেশ আদালতে যাওয়ার কথা যেমন বলেছেন তিনি, পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *