বিশ্বজিৎ মিত্র: নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা বেসরকারি বাসের, আহত ১৫ ,তাদেরকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের কল্যাণে জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক,আটক বাস।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার মিলনপল্লী এলাকায়। কাঁচরাপাড়া-নিমতলা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে, তারপর সোজা গিয়ে সেটি একটি মন্দিরে ধাক্কা মারে।
বাসের ভিতরেই ছিলেন ৩৫ থেকে ৪০ জন যাত্রী। সকলেই বাসের ভিতরেই যেখানে-সেখানে ছিটকে পড়েন। খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস তাদের গাড়িতে করেই আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে আসে। বড়সড়ো বিপদ থেকে রক্ষা পেলেন অনেক যাত্রীই।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পথদুর্ঘটনা হল পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানের কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমান থেকে দুর্গাপুরগামী রাস্তায় ঘটেছিল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনজন বাইক আরোহী। এদের মধ্য়ে ২ বাইক আরোহীর মৃত্য হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছিল কাঁকসা থানার পুলিস। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবক পানাগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছিল। এক বাইক আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য, একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি বাইকে ধাক্কা মারে। বাইকে থাকা দুইজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গাড়িটি ১০০ মিটার দূরে ফের একটি বাইকে ধাক্কা মারে। তাতে একজন আরোহী ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)