মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু! মা গিয়েছিলেন পুজোয়, ফিরে এসে দেখেন…ভয়ংকর…। madhyamik examinee took extreme step family and local people in grief Dakshin Dinajpur


শ্রীকান্ত ঠাকুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে এক মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রীর নাম রূপা দাস (১৬)। সে বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড, সরাই কাশিমপুর এলাকার বাসিন্দা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে রূপা তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তার মা স্থানীয় বাসন্তী পুজো উপলক্ষে পুতুলনাচ দেখতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পুলিস এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ, সোমবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

আরও পড়ুন- Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?

আরও পড়ুন- Ram Mandir Surya Tilak 2025: অলৌকিক কয়েক মুহূর্ত! প্রতি রামনবমীতে ঠিক বেলা ১২টায় রামমন্দিরের গর্ভগৃহে…

রূপার মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার পরিবার এবং প্রতিবেশীরা কেউই এই আকস্মিক মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছেন না। তার পরিবার সূত্রে জানা যায়, রূপা একজন মেধাবী ছাত্রী এবং চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে।

পুলিসসূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট মেলেনি। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।

ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সরাই কাশিমপুর এলাকা। সকলে একবাক্যে বলছেন, কী কারণে এমন সিদ্ধান্ত নিল রূপা, তা যেন শীঘ্র প্রকাশ্যে আসে।

(আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *